ভোলা প্রতিনিধি :- ভোলার বোরহানউদ্দিন উপজেলার মনিরাম বাজারে বিকাশে টাকা উত্তোলন করে যাওয়ার পথে একটি ছিনতাইয়ের মিথ্যা ঘটনা সাজিয়ে নানান অপপ্রচারে লিপ্ত একটি মহল।
সুত্র মতে- গত ২৫ মার্চ জনৈক শাহাবুদ্দিন মনিরাম বাজার থেকে বিকাশ থেকে ৫০ হাজার টাকা উত্তোলন করে। বাড়ী যাওয়ার পথে পথিমধ্যে ছিনতাইয়ের ঘটনা ঘটে বলে একটি মহল প্রচার চালায়। এ ঘটনার সাথে স্হানীয় ইউপি সদস্য জসিম হাওলাদারের ছেলেকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালায়। যা এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। এ বিষয়ে পরবর্তীতে শাহাবুদ্দিনের ভাই ইব্রাহিম জানায় আমার ভাই টাকা উত্তোলন করে তবে কোন ছিনতাইয়ের ঘটনা ঘটেনি।
অন্যদিকে উপজেলার টবগী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি জসিমউদ্দিন হাওলাদার বলেন- উক্ত বিষয়ে আমার বা আমার ছেলে এমনকি এলাকাবাসী কিছুই জানেনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি দেখে হতবাক হই। মূলত রাজনৈতিক ভাবে আমাকে ও আমার পারিবারকে হেয়প্রতিপন্ন করার জন্য একটি কুচক্রি মহল মিথ্যা ঘটনা সাজিয়ে অপপ্রচার করে।
Chief Editor: Saidur Rahman Rimon
Acting Editor: Neamul Hassan Neaz
Office: +8809611584881, 01320950171
E-mail: newsnbb365@gmail.com
Copyright © 2025 NBB. All rights reserved.