গাজীপুরে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় এক যুবককে কুপিয়ে আহত করেছে মাদক কারবারিরা। গত ৭ই ফেব্রুয়ারী রাত দশটায় গাজীপুরের গাছা থানার কুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
হামলায় আহত হন কুনিয়া পাচর চালা গ্রামের খোরশেদ আলমের ছেলে ফরহাদ হোসেন সোহাগ, তিনি বর্তমানে বাংলাদেশ মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে গাছা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
আহত ফরহাদ হোসেন সোহাগের বাবা খোশেদ আলম জানান, কুনিয়া পাচর সিংপাড়া এলাকায় চিহ্নিত মাদক কারবারি ইসমাইল কসাই, হাবিবুল্লাহ, আরিফ কসাই, আবু সাঈদ, রাব্বিসহ বেশ কয়েকজন দীর্ঘদিন ধরেই এলাকায় মাদক ব্যবসার করে আসছে। বিভিন্ন সময় এলাকার মুরুব্বীরা তাদের বাধা দেওয়ার চেষ্টাও করেছেন। আমার ছেলে বাধা দেওয়ায় ইসমাইল কসাই ও হাবিবুল্লাহ বাহিনী মাদক ব্যবসায়ীদের নিয়ে আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে হামলা ও বেধড়ক মারধর করে। আহত ফরহাদ হোসেন সোহাগকে গ্রামের কয়েকজন এসে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
স্থানীয় বাসিন্দারা বলেন, গাজীপুরে গাছা থানায় এক আতঙ্কের নাম হাবিবুল্লাহ এরফে কসাই হাবিব, গরু জবাই করলে যেভাবে কাটতে হয় ঠিক তেমনি হাবিবুল্লাহ মানুষকে এভাবে কোপায়। ফরহাদ হোসেন সোহাগ ছাড়াও এরকম প্রত্যেক বছর দুই চারজন মানুষকে সে কুপিয়ে আহত করে। আওয়ামী লীগ সরকারের সময় স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সেল্টার অপরাধের রাজত্ব কায়েম করতেন। সাধারণ মানুষের প্রশ্ন পুলিশের নাকের ডগায় বসে রীতিমতো বাড়ির সামনে দিন দুপুরে মাদক বিক্রি করছেন এখন কে তার সেল্টার দাতা? যারা ফরহাদ হোসেন সোহাককে কুপিয়ে আহত করেছে তারা মাদকসহ বিভিন্ন মামলার আসামি।
এ বিষয়ে স্থানীয় বিএনপির একাধিক নেতারা জানান সিং পাড়া গ্রামে মাদক ব্যবসা নিয়ন্ত্রনের বাইরে চলে গেছে। সেখানে পুলিশ অভিযান চালাতে গিয়ে ব্যর্থ হন এলাকাটি মাদকমুক্ত করতে হলে প্রশাসন, পুলিশ, সাংবাদিকসহ সবাইকে একজোটে কাজ করতে হবে।
Chief Editor: Saidur Rahman Rimon
Acting Editor: Neamul Hassan Neaz
Office: +8809611584881, 01320950171
E-mail: newsnbb365@gmail.com
Copyright © 2025 NBB. All rights reserved.