গাজীপুর মহানগরের পুবাইল থানার হায়দরাবাদ উত্তর-পশ্চিম পাড়া এলাকায় মিথ্যা মামলা দায়ের ও পারিবারিক জমি জোরপূর্বক দখলের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল ২০২৫) বিকাল পাচ টায় স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ভুক্তভোগী পরিবার ও প্রতিবেশীরা জানান, পুবাইল থানার হায়দরাবাদ এলাকার বাসিন্দা মোছা. আমেনা খাতুন পারিবারিক জমির ওপর দিয়ে জোরপূর্বকভাবে রাস্তা নির্মাণের চেষ্টা করেন, শাহিনুর আক্তার, হাসান মাহমুদ সাব্বিরসহ আরও কয়েকজন। এসময় জমির মালিক আমেনা খাতুন ও তার কন্যা বাঁধা দিলে তাদের শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। ঘটনার পর উল্টো ভুক্তভোগীদের বিরুদ্ধেই মিথ্যা মামলা দায়ের করা হয়।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা দাবি করেন, মামলাটি উদ্দেশ্যমূলক এবং সম্পূর্ণ ভিত্তিহীন। বিষয়টি নিয়ে পুবাইল থানায় অভিযোগ জানানো হয়েছে। অভিযোগে বলা হয়, দীর্ঘদিন ধরে বসবাসকারী পরিবারটিকে হয়রানি ও জমি দখলের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে একপক্ষ মিথ্যা মামলা দিয়ে সমাজে হেয় প্রতিপন্ন করতে চাচ্ছে।
এলাকাবাসী মানববন্ধনে অংশগ্রহণ করে বলেন, একজন নারী ও তার পরিবারের ওপর এমন আচরণ নিন্দনীয় এবং অমানবিক। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।