যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি ও পেনসিলভানিয়ায় ভয়াবহ দুটি বিমান দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার দুর্ঘটনা ঘটল দেশটিতে। এবার হিউস্টনে টেকঅফের সময় একটি বিমানে আগুন ধরে গেছে। স্থানীয় সময় রবিবার (২ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। সোমবার (৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি।
প্রতিবেদনে বলা হয়, জর্জ বুশ ইন্টারকন্টিনেন্টাল এয়ারপোর্ট থেকে উড্ডয়নের সময় ইউনাইটেড এয়ারলাইনসের ফ্লাইট ১৩৮২-এ আগুন ধরে যায়। নিউ ইয়র্কের উদ্দেশে রওনা দিচ্ছিল বিমানটি। রানওয়েতে টেকঅফের আগ মুহূর্তে বিমানের একটি উইংয়ে হঠাৎই আগুন ধরে যায়।
যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সকল যাত্রীকে বিমান থেকে নিরাপদে বের করে টার্মিনালে ফিরিয়ে আনা হয়েছে। ঘটনাটি তদন্ত করবে বলে জানিয়েছে এফএএ।
ফক্স নিউজের খবরে বলা হয়েছে, আগুন লাগার ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। ঘটনার মুহূর্তের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যাচ্ছে, আতঙ্কে চিৎকার করছেন যাত্রীরা। উইংয়ে দেখা যাচ্ছে আগুনের ফুলকি। এক যাত্রীকে বলতে শোনা যাচ্ছে, “প্লিজ, প্লিজ, প্লিজ, আমাদের এখান থেকে উদ্ধার করুন।”
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে দুটি প্লেন দুর্ঘটনায় ৭৩ জনের মৃত্যু হয়েছে। গত শুক্রবার পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া শহরে একটি ছোট বিমান বিধ্বস্তের ঘটনায় ছয় আরোহীর সবাই নিহত হয়েছেন।
Chief Editor: Saidur Rahman Rimon
Acting Editor: Neamul Hassan Neaz
Office: +8809611584881, 01320950171
E-mail: newsnbb365@gmail.com
Copyright © 2025 NBB. All rights reserved.