গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার একটি সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান যোগীরছিট উচ্চ বিদ্যালয়। ১৯৮৮ সাল থেকে যোগীরছিট উচ্চ বিদ্যালয় সুনামের সাথে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে বলে জানিয়েছে স্থানীয়রা।
পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের মেধা বিকাশসহ অন্যান্য দিক বিবেচনা করে প্রতি বছরই বিদ্যালয়ে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় এবছরও আগামী ১৯ ফেব্রুয়ারী বুধবার যোগীরছিট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রিড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মুহাম্মদ মাহমুদুল হাসান (নাজমুল) মন্ডল।
যোগীরছিট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ শাখাওয়াত হোসেন বলেন, লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলার প্রয়োজনীয়তা শরীর ও মনকে ভালো রাখতে খেলাধুলার বিকল্প হয় না। খেলাধুলার মধ্যে রয়েছে শরীর চালনা যা ক্রমাগত শারীরিক দক্ষতা বাড়িয়ে তোলে। তাই লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মধ্য দিয়ে শরীরচর্চা করা একান্ত প্রয়োজন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ শাহজাহান ফকির। অনুষ্ঠানটির সভাপতিত্ব করবেন কাওরাইদ কালী নারায়ণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং যোগীরছিট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মুহাম্মদ মাহমুদুল হাসান (নাজমুল) মন্ডল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, কাওরাইদ ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ এমদাদ হোসেন মন্ডল এবং কাওরাইদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শামছুল হক মন্ডল। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন কাওরাইদ ইউনিয়ন বিএনপির কোষাধ্যক্ষ এবং কাওরাইদ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মামুন-অর-রশীদ মামুন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন, ৪নং ওয়ার্ড কাওরাইদ ইউনিয়ন পরিষদের সদস্য এবং কাওরাইদ ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মমিনুল কাদের (মমিন) মীর সহ আরও অনেকেই উপস্থিত থাকবেন।