বিশ্বব্যাপী মুসলিম সম্প্রদায় পবিত্র রমজান মাস পালনের প্রস্তুতি নিচ্ছে। এই উপলক্ষে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন এবং রমজানের প্রকৃত তাৎপর্য তুলে ধরেছেন। তিনি রমজানকে শান্তি, সহমর্মিতা ও উদারতার প্রতীক হিসেবে উল্লেখ করেছেন।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) এক ভিডিও বার্তায় জাতিসংঘ মহাসচিব বলেন, “বিশ্বজুড়ে মুসলমানরা রমজান পালন শুরু করতে চলেছেন, আমি তাদের প্রতি উষ্ণ শুভেচ্ছা জানাই।” তিনি আরও বলেন, “রমজান হলো আত্মশুদ্ধি, সংযম এবং কম ভাগ্যবানদের পাশে দাঁড়ানোর সময়।”
বিশেষ করে যুদ্ধবিধ্বস্ত ও সংঘাতপূর্ণ অঞ্চলের মুসলমানদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে গুতেরেস বলেন, “যারা গাজা, সুদান, সাহেলসহ বিভিন্ন সহিংসতা কবলিত অঞ্চলে রমজান পালন করবেন, আমি তাদের পাশে আছি।” একই সঙ্গে তিনি বিশ্বব্যাপী শান্তি, পারস্পরিক সম্মান ও সহিষ্ণুতার আহ্বান জানান।
আসন্ন রমজানের সময় নিয়ে আবহাওয়াবিদরা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে রমজান শুরু হবে শনিবার থেকে, আর দক্ষিণ এশিয়ায় একদিন পর ২ মার্চ থেকে রোজা শুরু হতে পারে। সউদী আরব, কুয়েত, মিসর ও কাতারে প্রতিদিন ১৩ ঘণ্টা রোজা রাখতে হবে। এবারের রমজান বসন্তকালে পড়ায় তাপমাত্রা তুলনামূলক সহনীয় থাকবে বলে আশা করা হচ্ছে।
রমজান শুধু উপবাসের মাস নয়, বরং এটি আত্মশুদ্ধি, মানবতার সেবা ও পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত করার সময়। জাতিসংঘ মহাসচিবের বার্তাও এই চেতনাকে সামনে এনেছে, যা বিশ্বব্যাপী শান্তি ও সম্প্রীতির পথকে সুগম করতে পারে।