কোরবানির ঈদকে সামনে রেখে সারাদেশের মতো রাজশাহীতেও বৃহস্পতিবার থেকে ট্রাকে করে তিনটি ভোগ্যপণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। তবে পণ্যের মূল্য উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন সাধারণ ভোক্তারা।
টিসিবির নির্ধারিত এই পণ্যগুলোর মধ্যে রয়েছে চিনি, মুসুর ডাল ও ভোজ্যতেল। আগের তুলনায় প্রতিটি পণ্যের দাম ২০ থেকে ৩৫ টাকা পর্যন্ত বেড়েছে। এতে করে ভোক্তারা মনে করছেন, বাজারদরের সঙ্গে টিসিবির পণ্যের মূল্যের পার্থক্য কমে যাওয়ায় নিম্ন আয়ের মানুষের জন্য এসব পণ্য আর সহনীয় থাকছে না।
টিসিবি সূত্রে জানা গেছে, আগে প্রতি কেজি চিনি ৭০ টাকায় বিক্রি হলেও এখন তা ৮০ টাকায় বিক্রি করা হচ্ছে। ৬০ টাকার মুসুর ডাল বিক্রি হচ্ছে ৮০ টাকায় এবং ১০০ টাকা লিটারের ভোজ্যতেলের বর্তমান মূল্য নির্ধারণ করা হয়েছে ১৩৫ টাকা।
এ প্রসঙ্গে টিসিবির রাজশাহীর আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক আতিকুর রহমান জানান, নগরীর ৩০টি ওয়ার্ডে নির্ধারিত ১০টি পয়েন্টে প্রতিদিন চার হাজার পরিবার এই পণ্যগুলো ন্যায্যমূল্যে ক্রয় করতে পারবেন। পাশাপাশি, নিয়মিতভাবে কার্ডধারীদের মধ্যেও মাসিক ভিত্তিতে টিসিবির পণ্য সরবরাহ অব্যাহত রয়েছে।
ভোক্তারা বলছেন, মূল্যছাড়ের সুবিধা কার্যকরভাবে দিতে না পারলে টিসিবির উদ্দেশ্য প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে। সরকারের কাছে তারা টিসিবির পণ্যের মূল্য পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন।
Chief Editor: Saidur Rahman Rimon
Acting Editor: Neamul Hassan Neaz
Office: +8809611584881, 01320950171
E-mail: newsnbb365@gmail.com
Copyright © 2025 NBB. All rights reserved.