রাজস্ব কর্মকর্তা রুবেলের বিরুদ্ধে সীমাহীন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। বিলাসবহুল জীবনযাপন, কোটি টাকার সম্পত্তি, এবং ক্ষমতার অপব্যবহার তার পরিচিতি হয়ে দাঁড়িয়েছে। তার ব্যবহার করা দুই লক্ষ টাকার মোবাইল ফোন এবং চাকচিক্যময় জীবনযাত্রা দেখলে অনেকেই তাকে কাস্টমসের কোনো উচ্চপদস্থ কর্মকর্তা ভাবতে বাধ্য হবেন।
সিন্ডিকেটের মাধ্যমে আধিপত্য
রুবেল তার অফিসের আশপাশের এলাকা, বিশেষ করে পুরানা পল্টন এলাকায়, নিজের সিন্ডিকেটের মাধ্যমে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছেন। তার সিন্ডিকেটের সহায়তায় তিনি বিপুল পরিমাণ অবৈধ সম্পত্তি গড়ে তুলেছেন। গাজীপুরে তার নামে ও বেনামে বিপুল পরিমাণ জমি রয়েছে।
রাজনীতি ও দানশীলতার আড়ালে দুর্নীতি
রুবেল নিজ এলাকায় রাজনৈতিক জনপ্রিয়তা অর্জনের উদ্দেশ্যে প্রচুর অর্থ ব্যয় করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানিয়েছে, তিনি দুই হাতে দুর্নীতির টাকা কামিয়ে তা এলাকায় বিলি করছেন। এতে করে তার দানশীলতার সুনাম ছড়িয়ে পড়লেও এর পেছনে রয়েছে দুর্নীতির কালো ছায়া।
বদলি ও নিয়োগ বাণিজ্যের সিন্ডিকেট
রুবেলের বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে যে, তিনি এনবিআরের উচ্চপদস্থ কিছু কর্মকর্তার সঙ্গে আঁতাত করে বদলি ও নিয়োগ বাণিজ্যের একটি শক্তিশালী সিন্ডিকেট পরিচালনা করেন। এ সিন্ডিকেটের মাধ্যমে তিনি প্রচুর অর্থ উপার্জন করেছেন এবং নিজের অবস্থান আরও সুসংহত করেছেন।
জনসাধারণের দাবি, রুবেলের মতো দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত করে দ্রুত আইনের আওতায় আনা হোক। তার অবৈধ সম্পদ রাষ্ট্রীয় মালিকানায় ফিরিয়ে এনে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া এখন সময়ের দাবি।
বিস্তারিত পরবর্তী সংখ্যায়....
Chief Editor: Saidur Rahman Rimon
Acting Editor: Neamul Hassan Neaz
Office: +8809611584881, 01320950171
E-mail: newsnbb365@gmail.com
Copyright © 2025 NBB. All rights reserved.