শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে রাজধানীর জুরাইনে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণ ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিলে অংশ নেন তিনি।
রাশেদ খান বলেন, শহীদ পরিবারের পাশে না দাঁড়িয়ে ছাত্র উপদেষ্টাদের মনোযোগ নতুন রাজনৈতিক দল গঠনের দিকে।
তিনি বলেন, ‘তোমরা বিশাল বিশাল হেডাম দেখাও নতুন নতুন দল গঠন করবা। এই আহত ভাইদের এবং শহীদ পরিবারের খোঁজ কেন তোমরা নেওনি।’
এ সময় দলটির সভাপতি নুরুল হক নুর বলেন, ‘আগামীর বাংলাদেশে যেন গণ-অভ্যুত্থানের চেতনাধারী কোনো সংগঠন এবং ব্যক্তি যেন গণ-অভ্যুত্থানকে নিজের বা দলের সম্পদে পরিণত করতে না পারে, সেই বিষয়ে আমাদের সচেষ্ট এবং সজাগ আওয়াজ থাকতে হবে।’
তিনি বলেন, ‘হাসিনার পতনের জন্য দল-মত নির্বিশেষে এমনকি যারা রাজনীতি করে না, তারাও গণ-অভ্যুত্থানে অংশ নিয়েছিল। কাজেই যারা আজ আবার হাসিনাকে পুনর্বাসন করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে।’
এখন পর্যন্ত আহতদের পূর্ণাঙ্গ তালিকা করতে না পারায় ক্ষোভও প্রকাশ করেন নুর।