চূড়ান্ত পর্বের শেষ ম্যাচে চিলির বিপক্ষে ব্রাজিল ও প্যারাগুয়ের বিপক্ষে আর্জেন্টিনা মুখোমুখি হওয়ার আগে দুদলের পয়েন্টই ছিল সমান ১০ করে, গোল ব্যবধানে আর্জেন্টিনার (৩+) চেয়ে এগিয়ে ছিল ব্রাজিল (৪+)। চিলির বিপক্ষে রাতে জুনিয়র সেলেসাওরা জিতে ৩-০ গোলে। অর্থাৎ শিরোপা জেতার জন্য আর্জেন্টিনার দরকার ছিল অন্তত ৫-০ গোলের জয়। যা মোটামুটি অসম্ভবের কাতারেই। আর্জেন্টিনা সেটা করতেও পারল না, পারল না জিততেও। চূড়ান্ত পর্ব শেষে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল।