শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সহযোগী ‘শুটার’ মাহফুজুর রহমান ওরফে বিপুকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ শনিবার রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র্যাব-৩-এর একটি দল।
মাহফুজুরকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক মুত্তাজুল ইসলাম।
র্যাব কর্মকর্তা মুত্তাজুল ইসলাম বলেন, সুব্রত বাইনের সহযোগী শুটার মাহফুজুর রহমানকে আজ শনিবার দুপুরে গ্রেপ্তার করেছে র্যাব-৩।
তাঁর বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।
Chief Editor: Saidur Rahman Rimon
Acting Editor: Neamul Hassan Neaz
Office: +8809611584881, 01320950171
E-mail: newsnbb365@gmail.com
Copyright © 2025 NBB. All rights reserved.