প্রিন্ট এর তারিখঃ মে ২৩, ২০২৫, ২:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৮, ২০২৫, ৭:৫১ পি.এম
শ্যামনগরে অবৈধভাবে চিনি মিশিয়ে মধু উৎপাদন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের সর্দার বাড়ি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে বক্স পদ্ধতিতে মধু উৎপাদনে অবৈধভাবে চিনি ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্তকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (০৮ এপ্রিল) দুপুরে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আব্দুল্লাহ আল রিফাত। মোবাইল কোর্টে সহযোগিতা করেন বন বিভাগের প্রতিনিধি ও শ্যামনগর থানার পুলিশ সদস্যরা।
জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে বক্স পদ্ধতিতে মধু উৎপাদনের নামে প্রাকৃতিক মৌমাছির মধুর সঙ্গে চিনি মিশিয়ে তা বাজারজাত করছিলেন। এতে সাধারণ ভোক্তারা প্রতারিত হওয়ার পাশাপাশি স্বাস্থ্যঝুঁকির মুখে পড়ছিলেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের কারণে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় এবং তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্টের মাধ্যমে অর্থদণ্ড আদায় করা হয়।
ম্যাজিস্ট্রেট জনাব আব্দুল্লাহ আল রিফাত বলেন, "জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে। কোনোভাবেই ভেজাল বা প্রতারণামূলক কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না।"
স্থানীয় বাসিন্দারা মোবাইল কোর্টের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতে নিয়মিত নজরদারির দাবি জানিয়েছেন।