শামসুল হুদা লিটন:
কাপাসিয়ার চাঁদপুর চেরাগ আলী মোড়ে দুর্বৃত্তদের হামলায় যমুনা টিভি'র ক্যামেরা পার্সন রকি হোসেন আহতের ঘটনায় বিএনপির হাই কমান্ড দুঃখ প্রকাশ করেছেন। বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল রবিবার দুপুরে গাজীপুর প্রেসক্লাবে আসেন এবং উপস্থিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করে বলেন, কাপাসিয়ার চাঁদপুরে সাংবাদিকদের সাথে যে আচরণ করা হয়েছে তা খুবই দুঃখজনক। এ ঘটনার জন্য বিএনপির হাই কমান্ড দুঃখ প্রকাশ করেছেন জানিয়ে বলেন, ব্যাক্তির কোন অপকর্মের দায় দল নিবে না। বিএনপি সংবাদপত্রের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে। তিনি সাংবাদিকদের কাছে সেদিনের ঘটনার বর্ণনা শুনেন এবং প্রকৃত পক্ষে যারা ঘটনা ঘটিয়ছে তাদের বিরুদ্ধে ব্যাবস্তা নিতে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। প্রেসক্লাবে তিনি একাই এসেছিলেন। এ সময় ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটু, সাধারণ সম্পাদক শাহ শামসুল হক রিপন, সাংবাদিক দেলোয়ার হোসেন, নাসির আহমেদ, মজিবুর রহমান, আমিনুল ইসলাম, রেজাউল বারী বাবুল, হাসমত আলী, কামাল হোসেন বাবুল, হাসিব খানসহ অর্ধ শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।
তাছাড়া গতকাল শনিবার বিকালে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে আহত সাংবাদিক রকি হোসেনকে দেখতে যান গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ রিয়াজুল হান্নান রিয়াজ। এ সময় তিনি বলেন, সন্ত্রাসীদের কোন দল নেই। সন্ত্রাসী যেই হোক তাঁর বিচার হওয়া দরকার। কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা সাংবাদিকদের উপর হামলার ঘটনায় দু:খ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
Chief Editor: Saidur Rahman Rimon
Acting Editor: Neamul Hassan Neaz
Office: +8809611584881, 01320950171
E-mail: newsnbb365@gmail.com
Copyright © 2025 NBB. All rights reserved.