সাংবাদিকদের হয়রানিমূলক মামলা থেকে রেহাই দেওয়ার নামে এ কেমন মশকরা চলছে? তথ্য উপদেষ্টা থেকে শুরু করে মন্ত্রনালয় সংশ্লিষ্ট সকলেই জানেন এবং বুঝেন যে, সর্বত্রই সাংবাদিকদের প্রতি আক্রোশমূলক হামলা, মামলা, নীপিড়ন-নির্যাতনের ঘটনা ঘটছে। এ কারণে, সাংবাদিকদের হয়রানিমূলক মামলা থেকে রেহাই
দিতে তথ্য মন্ত্রনালয় বিশেষ পর্যবেক্ষণ কমিটিও গঠন করেছে। হয়রানির শিকার সাংবাদিকদের তথ্যাদি সংগ্রহের ঘোষণাও দিয়েছে তারা।
লোক দেখানো এসব কর্মকান্ড দেখে অনেকেই খুশিতে আটখানা। কিন্তু তারা কি একবারও ভেবে দেখেছেন- মন্ত্রনালয়ের সদিচ্ছা থাকলে মামলা হয়রানি ও জেল ধকলের আগেই তা প্রতিরোধ সম্ভব? মামলা গ্রহণের ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা অবলম্বনের এক নির্দেশেই সব হয়রানি থেকে রেহাই দেয়ার উপায় ছিল। এতে কোনো সাংবাদিক হয়রানির শিকার হতেন না, মিথ্যা মামলার আসামি হতেন না, গ্রেফতার হয়ে জেলবন্দীও হতেন না।
অথচ গত ৮ অক্টোবর পর্যবেক্ষণ কমিটি গঠনের পর ২০ দিনেই সারাদেশে শতাধিক সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন, গায়েবী মামলা হয়েছে, গ্রেফতার হয়েছেন অন্তত ৩৪ জন সাংবাদিক।
যেখানে সামান্য আগাম ব্যবস্থা নিয়েই শত শত সাংবাদিককে হয়রানি থেকে মুক্ত রাখা যায়, সেখানে হয়রানির ফাঁদে ফেলে তারপর উদ্ধার চেষ্টা কেবলই অভিনয়! কেবলই মশকরা!!
Chief Editor: Saidur Rahman Rimon
Acting Editor: Neamul Hassan Neaz
Office: +8809611584881, 01320950171
E-mail: newsnbb365@gmail.com
Copyright © 2025 NBB. All rights reserved.