ভারতে পালানোর সময় ময়মনসিংহ উপজেলার ধোবাউড়া এলাকায় আটক হয়েছেন সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবু । আটকের পর তাদেরকে ময়মনসিংহ উপজেলার ধোবাউড়া থানায় আটক রাখা হয়েছে।
একটি প্রাইভেট কার নিয়ে দেশত্যাগের উদ্দেশ্যে সীমান্তের দিকে যাচ্ছিলেন তারা। পরে রোববার রাতে সীমান্ত এলাকা থেকে তাদেরকে আটক করে স্থানীয়রা।
ধোবাউড়া থানা পুলিশের ওসি মো. চাঁন মিয়া সাংবাদিক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন নিউজ ব্যুরো বাংলাদেশ কে।
তিনি বলেন, তারা ধোবাউড়া-পূর্বধলা সীমান্তবর্তী এলাকা থেকে আটক হন। বর্তমানে তাঁরা থানা-পুলিশের হেফাজতে রয়েছেন । এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
শ্যামল দত্ত দৈনিক ভোরের কাগজের সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক। এবং মোজাম্মেল বাবু ছিলেন একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক।
এর আগে গত ৬ আগস্ট সপরিবারে ভারতে যাওয়ার সময় দৈনিক ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্তকে আটকে দিয়েছিল ইমিগ্রেশন পুলিশ।