সাভারের বিরুলিয়া থেকে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে একটি পোশাক কারখানার পেছন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে লাশের পরিচয় পাওয়া যায়নি। বয়স আনুমানিক ৩০ বছর। দুই থেকে তিন দিন আগে ওই নারীকে হত্যার পর মরদেহ ফেলে রেখে যায় বলে পুলিশের ধারণা।
পুলিশ জানায়, আজ বিকেলে বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর এলাকার একটি পোশাক কারখানার পেছনে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ বিকেল ৫টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার ও সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে মরদেহের পরিচয় শনাক্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ ওয়াজেদ আলী বলেন, লাশের গলায় ওড়না পেঁচানো ছিল। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা কয়েক দিন আগে তাঁকে হত্যার পর লাশ পোশাক কারখানার পেছনে ফেলে রেখে যায়।