ঢাকার সাভারে পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও গাজা সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) এসব তথ্য নিশ্চিত করেন ডিবি ঢাকা জেলা উত্তরের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন।
গ্রেফতাররা হলেন- সাভার পৌরসভার ৬নং ওয়ার্ডের তারাপুর এলাকার মোঃ মামুনের ছেলে মোঃ রাথিন (২০) ও তেঁতুলঝোড়া ইউনিয়নের যাদুরচর এলাকার এরশাদ এলায়েজ এছাক মোল্লার ছেলে মোঃ রাশেদ মোল্লা (৩০)।
গোয়েন্দা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বুধবার সাড়ে ৫টার দিকে সাভার সদর ইউনিয়নের কলমা এলাকা থেকে ৫০০ গ্রাম গাজাসহ মোঃ রাথিন নামের যুবককে গ্রেফতার করে উপ-পরিদর্শক মামুনুর রশিদ ও তার সঙ্গীয় দল। পৃথক অভিযানে রাত সাড়ে ১০টার দিকে উপ-পরিদর্শক আরিফুল ইসলাম ও তার সঙ্গীয় দল হেমায়েতপুরের পদ্মার মোড় (ট্রাক স্ট্যান্ড) এলাকা থেকে ১০০ পিচ ইয়াবাসহ মোঃ রাশেদ মোল্লা নামের আরো এক যুবককে গ্রেফতার করেছে।
ডিবি ঢাকা জেলা উত্তরের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন জানান, গ্রেফতার ওই দুই যুবক মাদক কারবারি। এদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর তাদেরকে আজ দুপুরে আদালতে প্রেরণ করা হবে।
Chief Editor: Saidur Rahman Rimon
Acting Editor: Neamul Hassan Neaz
Office: +8809611584881, 01320950171
E-mail: newsnbb365@gmail.com
Copyright © 2025 NBB. All rights reserved.