খোরশেদ আলম জানান, গণমাধ্যম কর্মীদের কাছ থেকে খবর পেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অসুস্থ শিশুটির পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। তিনি আর্থিক সহায়তার পাশাপাশি শিশুটির হৃদপিন্ডে অস্ত্রপাচারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাসও দেন। এছাড়া মানবিক সহযোগিতা প্রদানের জন্য সাভারবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাজমুল হাসান অভি, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি তমিজ উদ্দিন, এনাম মেডিকেল কলেজ হাসপাতালের সিইও নাজিমুদ্দিনসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।
উল্লেখ্য, গত ২০ ফেব্রুয়ারি সাভারের বংশী নদীর পারের ময়লার ভাগাড়ে পড়ে থাকা অবস্থায় শিশুটিকে উদ্ধার করেন স্থানীয় বৃদ্ধা কামরুন্নাহার। পরে তাকে ভর্তি করা হয় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে জানান, শিশুটির হৃদপিণ্ডে ছিদ্র রয়েছে এবং চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল।
বৃদ্ধা কামরুন্নাহার জানান, নিজস্ব গহনা বিক্রির টাকা দিয়ে শিশুটির চিকিৎসা করিয়ে এখন তারা ঋণগ্রস্হ। শিশুটির উন্নত চিকিৎসা ও ভরনপোষনের জন্য সকলের সহযোগিতা চাইলেন কামরুন্নানাহার।