ঢাকার সাভারে এসএসসি ও সমমানের পরীক্ষায় দায়িত্বে অবহেলা ও নিয়মবহির্ভূতভাবে মোবাইল ফোন নিয়ে কেন্দ্রে প্রবেশের দায়ে সাত শিক্ষককে বহিষ্কার ও এক কেন্দ্র সচিবকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) সাভার উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্র (সাভার-২) পরিদর্শনে গিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট এন্ড্রয়েড মোবাইল ফোনসহ শিক্ষকদের দায়িত্ব পালনে অবহেলার প্রমাণ পান।
এ বিষয়ে সাভার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবুবকর সরকার জানান, পরীক্ষার হলে শিক্ষকদের উপস্থিতিতে শিক্ষার্থীদের একে অপরকে সহায়তা করতে দেখা যায়। একইসঙ্গে দুজন শিক্ষক অ্যান্ড্রয়েড ফোনসহ হলে প্রবেশ করেন। এতে দায়িত্ব পালনে অবহেলা প্রমাণিত হওয়ায় চুক্তিভিত্তিক শিক্ষক এনাম আহম্মেদ (সাভার উচ্চ বালিকা বিদ্যালয়) ও তমাল হোসেন (আনিছ মেমোরিয়াল স্কুল)–কে তাৎক্ষণিকভাবে বহিষ্কারের নির্দেশ দেন ইউএনও। পরে দায়িত্বে অবহেলার দায়ে আরও পাঁচ শিক্ষককে বহিষ্কার করা হয়। এছাড়া কেন্দ্র সচিব এসএম রফিকুজ্জামান দায়িত্ব পালনে গাফিলতি করায় তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বহিষ্কার হওয়া অন্য শিক্ষকরা হলেন—বেগুনবাড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আল মাহমুদ, গোপালবাড়ি নবীন প্রগতি স্কুল অ্যান্ড কলেজের কামরুন্নাহার রুমি, বাড্ডা উচ্চ বিদ্যালয়ের মো. ইমরান হোসেন, ভাকুর্তা ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের নুপুর মল্লিক ও একই প্রতিষ্ঠানের রাশিদা বেগম।
Chief Editor: Saidur Rahman Rimon
Acting Editor: Neamul Hassan Neaz
Office: +8809611584881, 01320950171
E-mail: newsnbb365@gmail.com
Copyright © 2025 NBB. All rights reserved.