সোমবার (২৮ এপ্রিল) সকালে এসব তথ্য নিশ্চিত করেন সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সওগাতুল আলম।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নওগাঁ থেকে ছেড়ে আসা ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের গেন্ডা বাস স্ট্যান্ড এলাকায় নাবিল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সাথে সজোরে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই ওই বাসের হেলপারের মৃত্যু হয়। এরআগে রোববার দিবাগত মধ্যরাতে একই মহাসড়কের ব্যাংকটাউন এলাকায় প্রাইভেটকারের চাপায় নারীসহ দুই পথচারীর মৃত্যু হয়।
প্রাইভেটকারের ধাক্কায় নিহত পথচারীরা হলেন- হৃদয় চন্দ্র দাশ (২০) ও অর্চণা রানী আরতি (৩০)। এছাড়া নাবিল পরিবহনের হেলপার আনোয়ারুল ইসলাম (৩০)।
সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সওগাতুল আলম বলেন, গতরাতে দ্রুতগতির একটি প্রাইভেটকারের চাপায় নারীসহ দুইজন ও আজ সকালে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের সঙ্গে ধাক্কায় নাবিল পরিবহনের হেলপারসহ ৩ জনের মৃত্যু হয়েছে। দুটি ঘটনায় কাউকে আটক করতে না পারলেও দুর্ঘটনাকবলিত পরিবহন দুটি জব্দ করা হয়েছে। এছাড়া মরদেহগুলো উদ্ধার করে নিহতদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Chief Editor: Saidur Rahman Rimon
Acting Editor: Neamul Hassan Neaz
Office: +8809611584881, 01320950171
E-mail: newsnbb365@gmail.com
Copyright © 2025 NBB. All rights reserved.