ঢাকার সাভারে বন বিভাগের জমি উদ্ধার করতে গিয়ে ভূমি দখলদারদের হামলায় বন কর্মকর্তা কর্মচারী সহ পাঁচজন আহত হয়েছে। শুক্রবার (১৬ মে) বিকেলে সাভারের বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে বিট কর্মকর্তা মো. মহিদুর রহমানের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। হামলায় আহত অন্যরা হলেন, কালিয়াকৈর বন বিটের গার্ড শহীদুল্লাহ কায়সার, বজলুর রহমান বেপারী, আলাউদ্দিন ও বাগান মালি বাপ্পী হোসেন।
আহত শহীদুল্লাহ কায়সার বলেন, দীর্ঘদিন ধরে সাভারের বিরুলিয়া ইউনিয়নের ছোট কালিয়াকৈর এলাকায় বন বিভাগের ৬৫ একর জমি দখল করে রেখেছে স্থানীয় রং ব্যবসায়ী লোকমান হোসেন ঢালি। সেই জমি আজ আমরা উদ্ধার করতে গিয়েছিলাম। তখন লোকমান ও তার সন্ত্রাসী বাহিনী দেশীয় ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত আমাদের ওপর হামলা করে।তাদের ধারালো অস্ত্রের আঘাতে বিট কর্মকর্তাসহ পাঁচজন আহত হয়েছেন।
এ ব্যাপারে ঢাকা জেলা বন কর্মকর্তা জিএক্স শাকিল বলেন, ‘দখলদারদের হামলায় আমাদের বিট কর্মকর্তাসহ ৫ জন কর্মকর্তা-কর্মচারী আহত হয়েছে। তাদেরকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা সুস্থ হলে আমরা হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো বলে জানান তিনি। তবে অভিযুক্ত লোকমান হোসেন বলেন, ‘আমি বনের জমি লিজ নিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করছি। কিন্তু বন কর্মকর্তা মহিদুর রহমান মাঝে মাঝেই এসে আমার কাছে চাঁদা দাবি করে।
এছাড়াও তারা বিভিন্নভাবে আমাদের অত্যাচার করে আসছে। এসব ঘটনার প্রতিবাদ করায় তারা আজকে অন্যায়ভাবে আমাকে উচ্ছেদ করতে আসে। তখন দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত বন কর্মকর্তা ও কর্মচারীরা চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Chief Editor: Saidur Rahman Rimon
Acting Editor: Neamul Hassan Neaz
Office: +8809611584881, 01320950171
E-mail: newsnbb365@gmail.com
Copyright © 2025 NBB. All rights reserved.