বাংলাদেশ গলফ ফেডারেশনের তত্ত্বাবধানে সাভারে শুরু হয়েছে ‘বাংলাদেশ অ্যামেচার ওপেন ২০২৫’ গলফ টুর্নামেন্ট। মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে সাভার গলফ ক্লাবে বেলুন উড়িয়ে টুর্ণামেন্টের উদ্বোধন করেন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক।
এবারের এ আন্তর্জাতিক টুর্নামেন্টে বাংলাদেশ জাতীয় দল ছাড়াও মালয়েশিয়া, ভুটান, নেপাল, ইরান, পাকিস্তান ও দক্ষিণ কোরিয়ায় শ্রেষ্ঠ অ্যামেচার গণসহ সর্বমোট ১১৪ জন গলফার এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।
এসময় নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোঃ মঈন খানসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক মানের এই প্রতিযোগিতার পর্দা নামবে আগামী ২৬ এপ্রিল। যেখানে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান উপস্থিত হয়ে বিজয়ীদের হাতে পুরুষ্কার তুলে দেয়ার কথা রয়েছে।