অতিরিক্ত আিইজিপি ও সিআইডি প্রধান মতিউর রহমান শেখ এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) এর কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ।
মঙ্গলবার মালিবাগে সিআইডি কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে ডিআইজি (প্রশাসন) গাজী জসিম, অতিরিক্ত ডিআইজি আমির জাফর, পুলিশ সুপার মিনহাজুল ইসলাম, জসিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
অন্যদিকে ক্র্যাব নেতৃবৃন্দের মধ্যে ক্র্যাবের সহ সভাপতি উমর ফারুক আল হাদী, সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্, যুগ্ম সম্পাদক নিয়াজ আহম্মেদ লাবু, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ মাহমুদ খান, দপ্তর সম্পাদক ওয়াসিম সিদ্দিকী, প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি সম্পাদক জসীম উদ্দীন, আন্তর্জাতিক সম্পাদক হাবিবুল্লাহ্ মিজান, কার্যনির্বাহী সদস্য জিয়া খান, ইমরান রহমান, মোহাম্মদ জাকারিয়া উপস্থিত ছিলেন।
এফবিআই, স্কটল্যান্ড ইয়ার্ডসহ আন্তর্জাতিক সংস্থাগুলো যখন বাংলাদেশ সফর করে তখন ওই সংস্থাগুলোর সাথে ক্র্যাবের সংক্ষিপ্ত মতবিনিময়ের ব্যবস্থা করার জন্যে ক্র্যাবের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়। এছাড়া ক্র্যাব মিডিয়া এ্যাওয়ার্ড এর জন্যে সিআইডির সহযোগিতা কামনা করা হয়।
সিআইডি প্রধান মতিউর রহমান শেখ বলেন, ক্র্যাব নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ প্রস্তাবনা দিয়েছেন। বিষয়গুলো আলোচনা করে কিভাবে বাস্তবায়ন করা যায়, আন্তরিকভাবে তা দেখবো। তিনি বলেন, অভিজ্ঞতা বিনিময়ের জন্যে সেমিনার ও কর্মশালার ব্যবস্থা করতে সিআইডি আগ্রহী। বাংলাদেশ সফরে আসা আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে সংক্ষিপ্ত পরিসরে ক্র্যাব সদস্যদের সাক্ষাতের ব্যবস্থা করবেন বলেও জানান তিনি।
ডিআইজি গাজী জসিম ক্র্যাব নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ক্র্যাব এবং সিআইডি প্রায় একই ধরনের কাজ করে থাকে। উভয়ে ইনভেস্টিগেশন এবং ডিটেকশন নিয়ে কাজ করে থাকে। সাংবাদিকদের জাতির থার্ড আই হিসেবে উল্লেখ করে তিনি দেশের স্বার্থে পারস্পরিক যোগাযোগের উপর জোর দেন।
Chief Editor: Saidur Rahman Rimon
Acting Editor: Neamul Hassan Neaz
Office: +8809611584881, 01320950171
E-mail: newsnbb365@gmail.com
Copyright © 2025 NBB. All rights reserved.