
সিরাজগঞ্জের শাহজাদপুরে একটি মর্মান্তিক ঘটনায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। স্থানীয়রা অভিযোগ করেছে, আইসক্রিম কেনার প্রলোভন দেখিয়ে শিশুটিকে নির্জন স্থানে নিয়ে গিয়ে এই হামলা চালানো হয়। ঘটনায় ৩৫ বছর বয়সী আব্দুর রহমান নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
ঘটনার বিবরণ:
শনিবার (২৬ এপ্রিল) বিকেলে শাহজাদপুরের পোতাজিয়া ইউনিয়নের চরা চিথুলিয়া গ্রামে এই ঘটনা ঘটে। অভিযুক্ত আব্দুর রহমান শিশুটিকে আইসক্রিম কেনার কথা বলে ডেকে নিয়ে ঘাসের জমিতে নিয়ে যায় এবং ধর্ষণের চেষ্টা করে। শিশুটির চিৎকার শুনে এক কৃষক এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যায়। পরে শিশুটিকে উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে রেফার করা হয়েছে।
ভুক্তভোগী পরিবারের বক্তব্য:
শিশুটির বড় বোন জানায়, এর আগেও অভিযুক্ত তাকে টাকার লোভ দেখিয়ে অশালীন প্রস্তাব দিয়েছিল। সে না মানায় এবার তার ছোট বোনের ওপর হামলা চালায়।
স্থানীয়দের ক্ষোভ:
স্থানীয়রা জানান, আব্দুর রহমান আগেও একাধিকবার নারী ও শিশুদের হয়রানির ঘটনা ঘটিয়েছে। কিন্তু অর্থ ও প্রভাব খাটিয়ে প্রতিবারই পার পেয়ে গেছে। এবার তারা চান, যেন অভিযুক্তকে কঠোর শাস্তি দেওয়া হয়।
পুলিশ ও প্রশাসনের বক্তব্য:
শাহজাদপুর থানার ওসি মো. আছলাম আলী জানান, অভিযুক্তকে আটক করা হয়েছে এবং আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। শিশুটির চিকিৎসা চলছে।
চিকিৎসা অবস্থা:
শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শারমিন আলম বলেন, শিশুটিকে প্রাথমিক চিকিৎসার পর সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
সমাজের দাবি:
এলাকাবাসী ও মানবাধিকার সংগঠনগুলো দাবি করেছে, শিশু নির্যাতনের মতো জঘন্য অপরাধের দ্রুত বিচার হোক এবং অভিযুক্তকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক।
শেষ কথা:
শিশু নির্যাতনের মতো ঘটনায় সমাজের সকল স্তরে সচেতনতা বৃদ্ধি ও কঠোর শাস্তির ব্যবস্থা করা প্রয়োজন। এই ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে স্থানীয়রা।