
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) নির্ধারিত ভোক্তা মূল্য ৬৯০ টাকা হলেও সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারি গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে—১৪৫০ টাকায়। স্থানীয়ভাবে গঠিত একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে এই অনিয়ম চালিয়ে আসছে বলে অভিযোগ পাওয়া গেছে।
উল্লাপাড়া পৌর শহরের ‘মেসার্স রহমান স্যানেটারি’ নামের একটি দোকানে নিয়মিতভাবে বিপিসির সিলিন্ডার বিক্রি হচ্ছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। প্রতিবেদক ক্রেতা সেজে দোকানটির মালিক জাহাঙ্গীর আলমের সঙ্গে মোবাইলে যোগাযোগ করলে তিনি জানান, পাইকারি দাম ১৪০০ টাকা। তবে সরকারিভাবে এই সিলিন্ডারের মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ৬৯০ টাকা।
পরে সরেজমিনে কাওয়াক এলাকায় তার গোডাউনে গেলে সাংবাদিক পরিচয় পাওয়ার পর জাহাঙ্গীর আলম জানান, বর্তমানে গ্যাস নেই। তবে আলাপচারিতায় স্বীকার করেন যে, তারা বাঘাবাড়ি থেকে বিপিসির গ্যাস সংগ্রহ করে স্থানীয় বাজারে অন্যান্য কোম্পানির সমমূল্যে বিক্রি করছেন।
তার দাবি, বিপিসির সিলিন্ডারে ১২ কেজির পরিবর্তে সাড়ে ১২ কেজি গ্যাস পাওয়া যায়, এজন্য চাহিদাও বেশি। তবে সাধারণ ভোক্তাদের অভিযোগ, এই অতিরিক্ত ওজনের অজুহাতে তারা সিন্ডিকেট করে দ্বিগুণ দামে বিক্রি করছেন।
এক দোকানদার নাম প্রকাশ না করার শর্তে বলেন, “সরকারি দামের চেয়ে দ্বিগুণ দিয়ে আমাদের গ্যাস কিনতে হচ্ছে। উল্লাপাড়ায় সরকারি গ্যাস একমাত্র পাওয়া যায় রহমান স্যানেটারিতেই।”
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সিরাজগঞ্জের সহকারী পরিচালক সোহেল শেখ জানান, “বিপিসির গ্যাস অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ পেলে তদন্ত করে ভোক্তা অধিকার আইনে ব্যবস্থা নেওয়া হবে।”
উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ মোহাম্মদ হাসনাত বলেন, “সরকারি পণ্য অতিরিক্ত দামে বিক্রি করা শাস্তিযোগ্য অপরাধ। কেউ এ ধরনের কাজ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”