সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি:
ডিজিটাল যুগে শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইট শুধুমাত্র তথ্য সংরক্ষণের মাধ্যম নয়, এটি শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্যভান্ডার। কিন্তু সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের ওয়েবসাইট শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণ করতে পারছে না।
সরকারি সাত কলেজের মধ্যে অন্য ছয়টি কলেজের ওয়েবসাইট নিয়মিত হালনাগাদ হয় এবং প্রয়োজনীয় তথ্য সমৃদ্ধ। কিন্তু সোহরাওয়ার্দী কলেজের ওয়েবসাইটে শুধুমাত্র কিছু সাধারণ তথ্য ও নোটিশ আপলোড করা থাকে। গুরুত্বপূর্ণ তথ্য, যেমন—কলেজ প্রশাসনের বিস্তারিত পরিচিতি, শিক্ষক-শিক্ষার্থীর সংখ্যা, সহ-শিক্ষা কার্যক্রম এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য খুঁজতে গেলে “Not Found” দেখায়, যা শিক্ষার্থীদের জন্য হতাশাজনক।
এছাড়া, কলেজের কোনো অফিসিয়াল ফেসবুক পেজও নেই, যেখানে শিক্ষার্থীরা সহজেই তথ্য পেতে পারে। ফলে নতুন শিক্ষার্থী ও অভিভাবকদের কলেজ সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে সমস্যা হয়। শিক্ষার্থীরা দাবি করেছে, ওয়েবসাইট যেন আরও তথ্যসমৃদ্ধ, নিয়মিত আপডেট এবং ব্যবহারবান্ধব হয়।
এ বিষয়ে সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ ড. কাকলী মুখোপাধ্যায় জানান, কলেজের আগের ওয়েবসাইটটির অবস্থা খুবই খারাপ ছিল। এটাকে সংস্কার করিয়ে ভালো এবং তথ্যসমৃদ্ধ একটি ওয়েবসাইট রমজান মাসের মধ্যেই আসবে। আমি ইতোমধ্যে একটি অ্যাপ প্লে স্টোরে চালু করেছি, সেখান থেকে অ্যাপটি ইন্সটল করেও কলেজ সম্পর্কে সকল তথ্য জানা যাবে।
উল্লেখ্য, সোহরাওয়ার্দী কলেজ প্রশাসন GSSC APPS নামে একটি অ্যাপ চালু করেছে। এই অ্যাপের মাধ্যমে শিক্ষার্থীরা ক্লাস রুটিন, পরীক্ষা সংক্রান্ত তথ্য, পরীক্ষার ফলাফলসহ কলেজের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সহজেই জানতে পারবে।