সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি:
রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে প্রথমবারের মতো স্থাপন করা হলো ডিজিটাল সাইনবোর্ড। কলেজের ৭৫ বছরের ইতিহাসে এই প্রথম এমন আধুনিক সাইনবোর্ড যুক্ত হলো, যা শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছে।
নতুন এই ডিজিটাল সাইনবোর্ডে কলেজের নাম ও প্রতিষ্ঠাকাল উল্লেখ করা হয়েছে। এটি শুধুমাত্র কলেজের পরিচিতি তুলে ধরছে না, পাশাপাশি ক্যাম্পাসের সামনে আধুনিকতার ছোঁয়া এনে দিচ্ছে।
শিক্ষার্থীদের মতে, এই সাইনবোর্ড কলেজের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ সংযোজন। তাদের বিশ্বাস, এটি কলেজের সৌন্দর্য ও মর্যাদা বৃদ্ধি করবে এবং ভবিষ্যতে কলেজের আধুনিকীকরণের পথে আরও একটি ধাপ হিসেবে কাজ করবে।
তবে শিক্ষার্থীরা আশা প্রকাশ করেছেন, শিগগিরই এই ডিজিটাল সাইনবোর্ডে একাডেমিক নোটিশ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও অন্যান্য গুরুত্বপূর্ণ কার্যক্রমের তথ্য প্রদর্শন শুরু হবে, যা শিক্ষার্থীদের জন্য আরও কার্যকরী হবে।
Chief Editor: Saidur Rahman Rimon
Acting Editor: Neamul Hassan Neaz
Office: +8809611584881, 01320950171
E-mail: newsnbb365@gmail.com
Copyright © 2025 NBB. All rights reserved.