রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে ছাত্রশিবিরের কার্যক্রমের বিরুদ্ধে আজ এক প্রতিবাদ মিছিলের আয়োজন করে ছাত্রদল। মিছিলটি কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে আশপাশের এলাকা প্রদক্ষিণ করে।
মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রদলের সভাপতি জসিম উদ্দিন বলেন, ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে ছাত্রশিবির, যা শিক্ষার্থীদের মানসিক শান্তি এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশকে ব্যাহত করছে। ছাত্রশিবিরের গুপ্ত কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি এবং ভীতি সৃষ্টি করছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রুবেল তার বক্তব্যে বলেন, “আমরা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে চাই। গুপ্ত রাজনীতির কোনো স্থান এখানে নেই। কিছু সংগঠন নিজেদের সাধারণ শিক্ষার্থী হিসেবে পরিচয় দিয়ে ক্যাম্পাসে মিশে যায়, কিন্তু দিন শেষে দেখা যায়, তারা একটি গোপন রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছে। এটি শিক্ষার পরিবেশ এবং শিক্ষার্থীদের স্বাধীন মত প্রকাশের অধিকারকে বাধাগ্রস্ত করছে।”
তিনি আরও বলেন, “আমরা চাই, প্রত্যেকেই নিজের মতামত এবং রাজনৈতিক পরিচয় প্রকাশ্যে জানাবে। কিন্তু গোপনে কাজ করা, বিভ্রান্তি সৃষ্টি করা বা গুপ্ত রাজনীতির মাধ্যমে ক্যাম্পাসে ভীতির পরিবেশ সৃষ্টি করা কোনোভাবেই সহ্য করা হবে না। আমরা সকল শিক্ষার্থী ও সংগঠনকে আলোর পথে ফিরে এসে গণতান্ত্রিক মানসিকতায় রাজনীতি করার আহ্বান জানাচ্ছি। বিভেদ ও গুপ্ত কার্যক্রম বন্ধ করে সবার জন্য শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে একসঙ্গে কাজ করতে হবে।”
এছাড়া নেতারা সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজসহ দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ রক্ষায় প্রশাসনের কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন। তারা ক্যাম্পাসে কোনো ধরনের গোপন সংগঠনের কার্যক্রম বন্ধে তৎপর হওয়ার আহ্বান জানান।
Chief Editor: Saidur Rahman Rimon
Acting Editor: Neamul Hassan Neaz
Office: +8809611584881, 01320950171
E-mail: newsnbb365@gmail.com
Copyright © 2025 NBB. All rights reserved.