রাজধানীর খাল রক্ষা ও পরিষ্কার রাখতে জনসচেতনতা এবং জনগণকে উদ্বুদ্ধ করতে নিজেরাই পরিচ্ছন্নতা অভিযানে নেমেছে ছোট ছোট স্কুল শিক্ষার্থীরা।
রেড অরেঞ্জ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মঙ্গলবার (ফেব্রুয়ারি ২৫) রাজধানীর আদাবরে এ কর্মসূচি শুরু করে তারা।
ঢাকার কল্যাণপুর খালে (আদাবর, রোড নম্বর-১০, খালপাড়) রেড অরেঞ্জ আয়োজিত খাল পরিদর্শন ও পরিষ্কারকরণ এ কর্মসূচির প্রধান অতিথিও একজন চতুর্থ শ্রেণির শিশু শিক্ষার্থী।
হযরত আয়েশা (রা.) অ্যাকাডেমির চতুর্থ শ্রেণির শিক্ষার্থী নিহা কর্মসূচি উদ্বোধন করে বলেন, "আমরা নিজেরাই এটি পরিষ্কার করব-এই খালগুলো পরিচ্ছন্ন রাখা আমাদেরই দায়িত্ব'।
তার এই বার্তা রাজধানীর জলাশয়ে প্লাস্টিক দূষণের বিরুদ্ধে তরুণ ছাত্রছাত্রীদের উদ্যোগের দৃঢ় সংকল্পকেই তুলে ধরে; এ কাজে শিক্ষক এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) তাদের সমর্থন জুগিয়েছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) তত্ত্বাবধানে হজরত আয়েশা (রা.) অ্যাকাডেমির শিক্ষার্থীরা প্রধান অতিথি হিসেবে অংশ নেয়, আর শিক্ষকরা ছিলেন বিশেষ অতিথি, যা শিক্ষার্থী-নেতৃত্বাধীন উদ্যোগের গুরুত্বকে তুলে ধরে।
দূষিত জলাশয় পরিষ্কারের সময় শিক্ষার্থীরা বলে, 'আসুন খাল পরিষ্কার করি এবং সবাইকে দেখাই কীভাবে এটি করা যায়। ’
ডিএনসিসির দুইজন প্রতিনিধি, রকিব হাসান এবং মো. আবুল হাশেম (কনজারভেন্সি অফিসার) শিক্ষার্থীদের প্রচেষ্টার প্রশংসা করে বলেন, আমরা গর্বিত, তোমরা নিজেরাই পদক্ষেপ নিয়েছ। খাল বাঁচানো মানে শহর বাঁচানো-কিন্তু এটি শুধু আমাদের একার কাজ নয়। তোমাদের বাবা-মাকে বলো; সবাইকে এগিয়ে আসতে হবে; যার যার ভূমিকা পালন করতে হবে।
রেড অরেঞ্জ এর 'প্লিজ প্রজেক্ট' ম্যানেজার বলেন, প্রতিদিন খাল থেকে প্লাস্টিক ও ময়লা পরিষ্কার করা সম্ভব নয়। এর জন্য সচেতনতা তৈরি করা জরুরি।
Chief Editor: Saidur Rahman Rimon
Acting Editor: Neamul Hassan Neaz
Office: +8809611584881, 01320950171
E-mail: newsnbb365@gmail.com
Copyright © 2025 NBB. All rights reserved.