গাজীপুরের শ্রীপুরে উপজেলায় স্ত্রীকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যাওয়া স্বামী আমিনুল ইসলাম খোকন (৩২)-কে যৌথ অভিযানে গ্রেফতার করেছে র্যাব-১। শনিবার (২৬ এপ্রিল) ভোরে সিলেট মহানগরীর হুমায়ুন রশিদ চত্তর এলাকা থেকে র্যাব-১ এর যৌথ অভিযানে খোকনকে আটক করেছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার ২৪ এপ্রিল সকাল আনুমানিক ৭টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের কাপাটিয়াপাড়া এলাকার কামরুজ্জামানের ভাড়া বাসার একটি কক্ষে স্ত্রী মোছাঃ নাদিরা বেগম (৩১)-কে দেশি ও অস্ত্র দা দিয়ে গলা কেটে, মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে হত্যা করে আমিনুল ইসলাম খোকন ও তার সহযোগীরা। ঘটনার পরপরই তারা পালিয়ে যায়।
হত্যাকাণ্ডের পর নিহতের পিতা মোঃ নজরুল ইসলাম শ্রীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-৪৪, তারিখ ২৫/০৪/২০২৫, ধারা ৩০২/৩৪)। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যে সৃষ্টি হয় এবং প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় গুরুত্বের সাথে প্রচারিত হয়।
র্যাব-১ এর পোড়াবাড়ি ক্যাম্পের একটি বিশেষ দল বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত শুরু করে এবং আসামিদের গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। একপর্যায়ে র্যাব-১ ও র্যাব-৯ এর যৌথ আভিযানিক দল প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, মামলার প্রধান আসামি খোকন সিলেটের সুরমা থানাধীন হুমায়ুন রশিদ চত্তর এলাকায় আত্মগোপনে রয়েছে।
পরবর্তীতে শনিবার সকাল আনুমানিক ৭:৩৫ মিনিটে যৌথ অভিযানে খোকনকে আটক করে র্যাব। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন, জাতীয় পরিচয়পত্র এবং নগদ ৩৯৫৫ টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে খোকন স্ত্রী হত্যার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব। গ্রেফতারকৃত আসামিকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে গাজীপুর জেলার শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
Chief Editor: Saidur Rahman Rimon
Acting Editor: Neamul Hassan Neaz
Office: +8809611584881, 01320950171
E-mail: newsnbb365@gmail.com
Copyright © 2025 NBB. All rights reserved.