জিয়াউল হক তুহিন:
বাংলাদেশ শান্তির দলের ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার ২৮/১২/২০২৪ইং তারিখ সকাল ১০:৩০ মিনিটে বাংলাদেশ শান্তির দলের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধাএ্যাডভোকেট মোঃ জলিল উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তির দলের চেয়ারম্যান এ্যাডভোকেট সৈয়দ আব্দুল্লাহ সহিদ।
উক্ত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, শান্তির দলের মহাসচিব ইঞ্জি: মো. আল মামুন, উপদেষ্টা সৈয়দ আব্দুল্লাহ জাবির, যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম, সাংস্কৃতিক সম্পাদক জ্যাকি আলমগীর, সাংগঠনিক সম্পাদক, লায়ন রুবেল রানা, প্রচার সম্পাদক মো. বেলাল নূরী, ধর্ম সম্পাদক মাও: আব্দুল্লাহ আল বাতেন, সহকারী প্রচার সম্পাদক শামীম ওয়াজেদী ও কেন্দ্রীয় সদস্য শফিকুল ইসলাম প্রমুখ।এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবন্দ।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শান্তির দলের চেয়ারম্যান, এ্যাডকেট সৈয়দ আব্দুল্লাহ সহিদ বলেন , বাংলাদেশের রাজনীতিতে সকল অপরাজনীতি ও অপশক্তিকে পরাজিত করে দেশে চলমান সকল প্রকার দুর্নীতি, দুষ্কর্ম ওদুর্বৃত্তায়ন প্রতিরোধক্রমে বাংলাদেশে শান্তি, শৃঙ্খলা, সমৃদ্ধি, অর্থনৈতিক ও আইন শৃঙ্খলা জনিত নিরাপত্তা অর্জনে এবংআধিপত্যবাদী সকল বিদেশী ষড়যন্ত্রকে রুখে দিয়ে দেশের স্বাধীনতা।
সার্বভৌমত্ব ও স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশের জনগণকেসর্বদা ঐক্যবদ্ধ ও সতর্ক থেকে জাতীয় প্রয়োজনে যে কোন ত্যাগ ও সংগ্রাম করার জন্য প্রস্তুত থাকতে হবে। তিনি আরও বলেন যে, বাংলাদেশ শান্তিরদল দেশে গণতন্ত্র, আইনের শাসন তথা সুশাসন, ন্যায় বিচার, সুষম বন্টন, অর্থনৈতিক ও আইন শৃঙ্খলাজনিত নিরাপত্তা সহ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে রক্ষায় দেশ ও জনগণের পাশে থাকতে অঙ্গীকারবদ্ধ ও দৃঢ় প্রতিজ্ঞ। তিনিআরো আশাবাদ ব্যক্ত করেন যে, ২০২৫ সাল হবে বাংলাদেশের জনগণের শান্তি ও মুক্তির চূড়ান্ত বিজয়ে বছর।
Chief Editor: Saidur Rahman Rimon
Acting Editor: Neamul Hassan Neaz
Office: +8809611584881, 01320950171
E-mail: newsnbb365@gmail.com
Copyright © 2025 NBB. All rights reserved.