কাপাসিয়া উপজেলা সদরের আদালত পাড়ায় ‘দারুত তাহফিয ইন্টারন্যাশনাল মাদরাসা’ ও এলাকাবাসীর উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান, ওয়াজ, দোয়া ও ইসলামী সঙ্গীত পরিবেশিত হয়েছে। ১০ ডিসেম্বর মঙ্গলবার বাদ আছর হতে গভীর রাত পর্যন্ত এ অনুষ্ঠান পরিচালিত হয়।
উপজেলা সদর রোডে অবস্থিত আদালত পাড়াস্থ মাইক্রোস্ট্যান্ড চত্বরে অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করেন এলাকার প্রবীণ ব্যক্তিত্ব বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোঃ ওসমান গণি। মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ ক্বারী মোঃ আহসান উল্লাহ’র তত্ত্বাবধানে সার্বিক অনুষ্ঠান মালার উদ্বোধক ছিলেন এলাকার কৃতিসন্তান, সমাজসেবক , বিশিষ্ট শিক্ষানুরাগী ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন।
বাদ মাগরিব হাফেজ ছাত্রদের পাগড়ী ও অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে নছিহতমূলক বয়ান শেষে এলাকার মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা ও অসুস্থ্য ব্যক্তিদের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করেন প্রধান অতিথি ঢাকার মোহাম্মদপুর জামিয়া রাহমানিয়া মাদ্রাসার শাইখুল হাদীস আল্লামা মুফতী বাহাউদ্দিন আহমেদ (দা:বা:)।
এর আগে বাদ আছর হতে বয়ান করেন নরসিংদীর ফাতেমাতুয যুহরা (রা:) কারিমিয়া কওমিয়া মহিলা মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা ক্বারী আকরাম হোসাইন ও কাপাসিয়া দারুল উলুম মাদ্রাসার মুহতামিম ও মডেল মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা মাহমুদুল হাসান মারুফ। পরে দেশের শীর্ষস্থানীয় সাংস্কৃতিক সংগঠনের জনপ্রিয় সঙ্গীত শিল্পী আবু উবায়দা, ইকরা শিল্পী গোষ্ঠীর সাইম আল হাসান, সাদমান সাকিব, হামযা বিন আজাদ, নোমান রাইয়্যান, জাকারিয়া হোসাইন, আলোড়ন শিল্পী গোষ্ঠীর আব্বাস উদ্দিন আল আজাদ, আরমান খান সোহান মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশন করেন।
কাপাসিয়া সদরে দারুত তাহফিয মাদরাসায় ওয়াজ মাহফিল ও ইসলামী সঙ্গীত
অনুষ্ঠান পরিচালনা করেন দারুল উলুম বালিকা মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও নন্দিত উপস্থাপক হযরত মাওলানা মাসউদুর রহমান।
এলাকার কৃতিসন্তান বিশিষ্ট সাংবাদিক আকরাম হোসেন রিপন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক মতিউর রহমান মতি, কাপাসিয়া উপজেলা ছাত্রদলের সভাপতি ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমরান হোসেন শিশির, সবুজ, মীর মাসুম, নাঈম, টিপু, সজিব, সিয়ামসহ মাদ্রাসার ছাত্রদের সার্বিক সহযোগিতা ও অক্লান্ত পরিশ্রমে সুশৃঙ্খল ভাবে অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।