মার্কিন পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন ইসরায়েলের প্রতি পশ্চিমতীরে তাদের কার্যক্রমে মৌলিক পরিবর্তনের আহ্বান জানিয়ে বলেছেন, “ইসরায়েলি নিরাপত্তা বাহিনীকে পশ্চিম তীরে কাজ করার পদ্ধতিতে কিছু মৌলিক পরিবর্তন আনতে হবে। ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর হাতে আমাদের দ্বিতীয় আমেরিকান নাগরিক নিহত হয়েছে। এটা গ্রহণযোগ্য নয়। এটা পরিবর্তন করতে হবে।”
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) লন্ডন সফরকালে ব্লিঙ্কেন সাংবাদিকদের সাথে আলাপকালে এ মন্তব্য করেন। ফিলিস্তিনের পশ্চিমতীরে একজন মার্কিন নাগরিককে হত্যার পর ব্লিঙ্কেন এ মন্তব্য করলেন।
তিনি বলেন, “বিক্ষোভে অংশ নেওয়ার জন্য কাউকে গুলি করে হত্যা করা উচিত নয়। আমাদের বিচারে, ইসরায়েলি নিরাপত্তা বাহিনীকে পশ্চিম তীরে কাজ করার পদ্ধতিতে কিছু মৌলিক পরিবর্তন আনতে হবে।
যদিও এর কয়েক ঘন্টা পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি মনে করেন আয়েনুর ইজগি আইগি’র হত্যাকান্ড একটি নিছক দুর্ঘটনা। যুক্তরাষ্ট্র ছাড়াও তুরস্কের নাগরিক আইগি শুক্রবার ইসরায়েলি বসতি স্থাপনের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নিয়ে নিহত হন।