
সাভার, ধামরাই: ঢাকার সাভারে ডিবি পুলিশের অভিযানে ১ হাজার ৫ বোতল ফেন্সিডিলসহ জোবায়ের হোসেন জুয়েল (৪০) নামে এক মাদক কারবারি আটক। শুক্রবার (২৪ জানুয়ারি) তাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার রাতে সাভার মডেল থানাধীন আলমনগর সুগন্ধা হাউজিং সোসাইটির আতিক সাহেবের মালিকানাধীন ফ্ল্যাটে দ্বিতীয় তলায় এই অভিযান চালানো হয়।
এ বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) অফিসার ইনচার্জ মো: জালাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আলমনগরস্থ আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে ১ হাজার ৫ বোতল ফেন্সিডিলসহ মাদক সম্রাট জোবায়ের হোসেন জুয়েলকে আটক করা হয়। সে বরগুনা জেলার আমতলী থানার আটারগাছিয়া এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে।
জুয়েল ভারত থেকে ফেন্সিডিল এনে সাভার, গাজীপুর ও টঙ্গীসহ ঢাকার বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন। এছাড়াও তার বিরুদ্ধে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় একাধিক মাদক মামলা রয়েছে বলেও জানান তিনি।