সোমবার (১০ ফেব্রুয়ারি) বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা প্রসাশক জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় পর্যটকদের সুবিধার্থে দেবতাখুম পর্যটন কেন্দ্রটি উন্মুক্ত করা হয়েছে। এখন থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা দেবতাখুমসহ আশপাশের পর্যটনকেন্দ্র ঘুরে বেড়াতে পারবে। পাশাপাশি পর্যটকরা যাতে পরিবার পরিজন নিয়ে নির্বিঘ্নে ঘুরে বেড়াতে পারেন, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।
এর আগে ২০২৩ সালের ১৬ ই ডিসেম্বর দেবতাখুম পর্যটনকেন্দ্র ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করে প্রশাসন। এখনও নিষেধাজ্ঞার আওতায় রয়েছে রুমা ও থানচি উপজেলা।