• শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীত টিসিবির পণ্যের মূল্য বৃদ্ধিতে ক্ষুব্ধ ভোক্তারা কিশোরগঞ্জে ফাজিল মাদ্রাসায় ভুয়া কমিটির মাধ্যমে নিয়োগ সাভারে ৯৪ বোতল ফেনসিডিল সহ দুই মাদক কারবারি গ্রেফতার মিরপুর সাংবাদিক কল্যাণ সমবায় সমিতির নবনির্বাচিত সভাপতি জহিরুল ইসলাম-সম্পাদক মারুক হায়দার দেশজুড়ে অবৈধ আবাসন প্রকল্পের ছড়াছড়ি বিতর্কিত ঢাকা বোট ক্লাবে পানি উন্নয়ন বোর্ডের উচ্ছেদ অভিযান সাংবাদিককে হুমকি, অফিসে দাপট ; দুলালের খুঁটির জোর কোথায়? সাভারে ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার কিশোরগঞ্জে খাস সম্পত্তির উপর দিয়ে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ! ছাত্র-জনতার ওপর গুলির নির্দেশদাতা ৩৯ ম্যাজিস্ট্রেট বহাল তবিয়তে

পালিয়ে বেড়াচ্ছে ‘নৈশভোটের’ দোসর পুলিশ কর্মকর্তারা

অনুসন্ধানী প্রতিবেদক :
Update : শনিবার, ১ মার্চ, ২০২৫

এখন দৌড়ের ওপর আছেন আওয়ামী শাসনামলে নির্বাচনী দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তারা। তাঁরাই ছিলেন গত সরকারের আমলে পুলিশের সবচেয়ে দাপুটে কর্তাব্যক্তি। গত মঙ্গলবার এ ধরনের ৮২ পুলিশ কর্মকর্তাকে ওএসডি করার পর এখন তাঁদের অর্জিত অবৈধ সম্পদের বিষয়ে অনুসন্ধান করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সম্প্রতি এ বিষয়ে পত্র দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।

শিগগিরই অনুসন্ধান শুরু হবে। তবে বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা দুদকের কোনো দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ করে কথা বলতে রাজি হননি।দৌড়ের ওপর ‘নৈশভোটের’ দোসর পুলিশ কর্মকর্তারা

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক তিনটি প্রজ্ঞাপনে ৮২ কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। ৮২ কর্মকর্তার মধ্যে একজন অতিরিক্ত আইজিপি, ১৩ জন ডিআইজি, ৪৯ জন অতিরিক্ত ডিআইজি ও ১৯ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।

আদেশে ওএসডির কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে একটি সূত্র জানায়, এই ৮২ জন কর্মকর্তা ২০১৮ সালের বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করেন। সাধারণত গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়ে কোনো কর্মকর্তাকে ওএসডি করা হলে এটিকে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে ধরা হয়। যদিও সরকারি ভাষ্য অনুযায়ী, এটি প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ।
দেশের ইতিহাসে একযোগে এত বেশিসংখ্যক পুলিশ কর্মকর্তার একযোগে ওএসডি করার ঘটনা এবারই প্রথম।এর আগে গত ২১ ফেব্রুয়ারি ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, আওয়ামী লীগের সময় ২০১৮ সালের নির্বাচনে দেশের ৬৪ জেলার দায়িত্বে থাকা পুলিশ সুপারদের ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা ও বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে। এর আগে দশম জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ ও র‌্যাবের হয়ে দায়িত্ব পালন করা ১০৩ কর্মকর্তার পদক প্রত্যাহার করে সরকার। পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদ, চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়ার পাশাপাশি এক সময় র‌্যাবে দায়িত্ব পালন করা কয়েকজন সেনা কর্মকর্তার নামও রয়েছে এই তালিকায়।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৪ সালের দশম ও ২০২৪ সালের দ্বাদশ সংসদ নির্বাচন আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি-জামায়াত ও সমমনারা বর্জন করে।

তবে ২০১৮ সালে তারা ভোটে এলেও আগের রাতেই সিল মেরে বাক্স ভর্তি করে নির্বাচনে আওয়ামী লীগের জয়ী হওয়ার অভিযোগ ওঠে। গণ-আন্দোলনে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ওই নির্বাচনগুলোতে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের বিষয়ে ব্যবস্থা নিতে শুরু করেছে সরকার। পুলিশ কর্মকর্তাদের পদক প্রত্যাহার এবং ওএসডি করা ছাড়াও একাদশ সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করা সে সময়ের অন্তত ৪৫ জন ডিসিকে ওএসডি করা হয়েছে। সবশেষ তাঁরা যুগ্ম সচিব হিসেবে বিভিন্ন দায়িত্ব পালন করছিলেন। ওএসডি হওয়া কর্মকর্তারাই ২০১৮ সালের ‘রাতের ভোটের’ অন্যতম ‘মাস্টারমাইন্ড’ বলে তাঁদের বিরুদ্ধে ব্যাপক অভিযোগ।২০১৮ সালে এসপি পদে দায়িত্ব পালন করা তিনজন কর্মকর্তা জুলাই হত্যাকাণ্ডের আসামি হওয়ায় এর আগেই ওএসডি হয়েছেন। আর ঝালকাঠি জেলার এসপি হিসেবে দায়িত্ব পালনকারী জুবায়েদুর রহমান কিছুদিন আগে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

সবাই ছিলেন দাপুটে কর্মকর্তা :  ২০১৮ সালে জাতীয় নির্বাচনে দেশের ৬৪ জেলার পুলিশ সুপাররা (এসপি) ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুব কাছের। তাঁদের দাপটও ছিল বেশ। পুরো পুলিশ বাহিনীতে নিয়োগ, বদলি, পদোন্নতিসহ প্রায় সব কিছুতেই তাঁদের হাত থাকত। অনেকে পেয়েছেন দ্রুত পদোন্নতি। তাঁদের কেউ কেউ ওই সরকারের সময় এসপি থেকে দুই-তিন বছরের মাথায় ডিআইজি পদে পদোন্নতি বাড়িয়ে নেন।

তাঁদের একজন সৈয়দ নুরুল ইসলাম। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ছাত্রলীগের নেতা ছিলেন। এমনকি প্রভাব খাটিয়ে দুই ভাইকেও চাঁপাইনবাবগঞ্জ এলাকায় জনপ্রতিনিধি করার সুযোগ পান তিনি। আওয়ামী লীগ সরকারের পতনের পর নুরুল ইসলামসহ কয়েকজন পলাতক বলে জানা গেছে। ২০১৮ সালে নির্বাচনের সময় সৈয়দ নুরুল ইসলাম কুমিল্লার এসপি ছিলেন। মো. শহিদুল্লাহ ওই সময় ছিলেন রাজশাহীর এসপি। সম্প্রতি তিনি গ্রেপ্তার হয়েছেন। ডিএমপির ডিবি এবং উত্তরা বিভাগের ডিসিসহ বিভিন্ন দায়িত্ব পালন করেন এই কর্মকর্তা।

নির্বাচনের সময় কক্সবাজারের এসপি ছিলেন এ বি এম মাসুদ হোসেন। তাঁর সময় অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যার ঘটনায় তিনি ছিলেন ব্যাপক সমালোচিত। পরে তাঁকে এসপি হিসেবে রাজশাহীতে বদলি করা হয়। ২০১৮ সালের নির্বাচনে পুরস্কার হিসেবে তাঁকে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিও দেওয়া হয়। ওই এসপিদের আরেকজন ছিলেন শাহ মিজান শাফিউর রহমান। তিনি ২০১৮ সালে নির্বাচনের সময় ঢাকা জেলার এসপি ছিলেন। ২০১৪ সালে লক্ষ্মীপুরের এসপি হওয়ার পর থেকে তাঁর দ্রুত উন্নতি ঘটে। ২০তম ব্যাচের আরেক এসপি জিহাদুল কবির ২০১৮ সালে নির্বাচনের সময় চাঁদপুর জেলার এসপি ছিলেন। এর আগে তিনি ২০১২ সালে পুলিশ সুপার হিসেবে মাগুরা জেলার দায়িত্ব পান। পরে রাজবাড়ী ও পাবনা জেলার এসপি হিসেবেও দায়িত্ব পালন করেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় মোহাম্মদ নূরে আলম মিনা চট্টগ্রামের এসপি ছিলেন। পরে তিনি পদোন্নতি পেয়ে ডিআইজি হন। ২০১৮ সালে কিশোরগঞ্জে এসপি হিসেবে দায়িত্ব পালন করেন মাশরুকুর রহমান খালেদ। পরে তাঁকে পদোন্নতি দিয়ে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজির দায়িত্ব দেওয়া হয়। মাদারীপুরের তৎকালীন এসপি মোহাম্মদ সরোয়ার হোসেন অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি পান। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় মোকতার হোসেন ছিলেন ভোলার এসপি। সেখানে কর্মরত থাকাকালে জড়িয়ে পড়েন নারী কেলেঙ্কারিতে। নারী কনস্টেবলের সঙ্গে তাঁর অনৈতিক সম্পর্কের একাধিক অডিও ভাইরাল হওয়ার পরও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পান।

ইলিয়াছ শরীফ ছিলেন নোয়াখালীর এসপি। পরে তিনি পদোন্নতি পেয়ে অতিরিক্ত ডিআইজি ও ডিআইজি হন। জাহাঙ্গীর আলম সরকার ওই সময় ছিলেন ফেনীর পুলিশ সুপার। মাদরাসাছাত্রী নুসরাত হত্যার ঘটনায় তিনি ছিলেন ব্যাপক সমালোচিত। একদশ নির্বাচনের সময় গাজীপুরের এসপি হিসেবে দায়িত্ব পালন করেন সামসুন্নাহার। এর আগে ওই জেলার এসপি ছিলেন ব্যাপক আলোচিত পুলিশ কর্মকর্তা ডিবির সাবেক প্রধান হারুন অর রশীদ। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে পলাতক রয়েছেন বলে জানা গেছে। সিরাজগঞ্জের এসপি টুটুল চক্রবর্তী একসময় কুমিল্লার এসপি ছিলেন। ওই সময় তাঁর বিরুদ্ধে অনেক অভিযোগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা পড়লেও তাঁকে সরাতে সক্ষম হয়নি তৎকালীন কর্তৃপক্ষ। তিনি কুমিল্লার এসপি হলেও পুলিশ বাহিনীতে প্রভাব বিস্তার করতেন বলে জানা গেছে। নির্বাচনের আগে তাঁকে সিরাজগঞ্জে বদলি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বস্তুনিষ্ঠ সংবাদের মূখপত্র।। NBB

Acting Editor: Neamul Hassan Neaz

Mofussal Editor: Kamrul Hasan Rony

Office: +8809611584881, 01320950171

E-mail: newsnbb365@gmail.com

Translate »