• শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীত টিসিবির পণ্যের মূল্য বৃদ্ধিতে ক্ষুব্ধ ভোক্তারা কিশোরগঞ্জে ফাজিল মাদ্রাসায় ভুয়া কমিটির মাধ্যমে নিয়োগ সাভারে ৯৪ বোতল ফেনসিডিল সহ দুই মাদক কারবারি গ্রেফতার মিরপুর সাংবাদিক কল্যাণ সমবায় সমিতির নবনির্বাচিত সভাপতি জহিরুল ইসলাম-সম্পাদক মারুক হায়দার দেশজুড়ে অবৈধ আবাসন প্রকল্পের ছড়াছড়ি বিতর্কিত ঢাকা বোট ক্লাবে পানি উন্নয়ন বোর্ডের উচ্ছেদ অভিযান সাংবাদিককে হুমকি, অফিসে দাপট ; দুলালের খুঁটির জোর কোথায়? সাভারে ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার কিশোরগঞ্জে খাস সম্পত্তির উপর দিয়ে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ! ছাত্র-জনতার ওপর গুলির নির্দেশদাতা ৩৯ ম্যাজিস্ট্রেট বহাল তবিয়তে

হাসিনার এক মামলার তদন্ত চূড়ান্ত পর্যায়ে

নিজস্ব প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই-আগস্ট অভ্যুত্থানে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগের একটি মামলার তদন্ত চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আগামী মাসে (এপ্রিলে) এই মামলার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিলের চেষ্টায় আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত সংস্থা।

চিফ প্রসিকউটর মোহাম্মদ তাজুল ইসলামের ভাষ্য, মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত জটিল এবং সময়সাপেক্ষ ব্যাপার। তাই নিশ্চিত করে বলা যাচ্ছে না আগামী মাস অর্থাত্ এপ্রিলে তা আদালতে দাখিল করা যাবে।

যথাযথ এবং আন্তর্জাতিকমানের বিচার নিশ্চিত করতে হলে তদন্তে তাড়াহুড়া করা যাবে না। ফলে তদন্তে যত সময় প্রয়োজন তার অনুমতি দেওয়া উচিত। এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কারো বক্তব্য পাওয়া যায়নি। 

প্রসিকিউশন কার্যালয়ের তথ্যানুযায়ী, শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দুটি মামলাসহ অন্তত আটটি মামলার তদন্ত অগ্রাধিকারভিত্তিতে হচ্ছে।

এসব মামলার তদন্ত শেষ করতে কত দিন লাগতে পারে তা নির্দিষ্ট করে বলতে পারছে না প্রসিকিউশন। 

২০ এপ্রিল তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দুই মামলার তদন্ত প্রতিবেদন আগামী ২০ এপ্রিল ট্রাইব্যুনালে দাখিলের তারিখ রয়েছে। প্রসিকিউশনের সময় আবেদনে গত ১৮ ফেব্রুয়ারি চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই তারিখ ধার্য করেছিলেন।

সেদিন ট্রাইব্যুনালে তদন্তের অগ্রগতি তুলে ধরে চিফ প্রসিকিউটর বলেছিলেন, ‘তদন্ত প্রতিবেদন প্রায় সম্পন্ন।

যাচাই-বাছাইয়ের কাজ চলছে। পুরো বিষয়টি কম্পাইল (সংকলন) করে দাখিল করা হবে। তার জন্য সময় দরকার।’ 

জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে সংঘটিত অপরাধের বিষয়ে প্রকাশিত জাতিসংঘের প্রতিবেদনের কথা তুলে ধরে সেদিন চিফ প্রসিকিউটর আরো বলেছিলেন, ‘তারা (জাতিসংঘ) যেসব তথ্যের ওপর রিলাই (নির্ভর) করেছে, সেসব তথ্য আমরা চেয়েছি। জাতিসংঘের প্রতিবেদনটি আমাদের প্রতিবেদনের সঙ্গে যুক্ত করে দিতে চাই।

সব মিলিয়ে দুই মাস সময় চাচ্ছি। আমরা আশা করছি, আগামী (মার্চ) মাসের মধ্যে তদন্ত সংস্থা থেকে প্রতিবেদন পেয়ে যাব।’ 

সেদিন ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটরকে উদ্দেশ করে বলেছিলেন, ‘সময় লাগলে নিন। কিন্তু কোনো অসম্পূর্ণ প্রতিবেদন দেবেন না।’

শেখ হাসিনা ছাড়া এই দুই মামলায় আসামি হিসেবে গ্রেপ্তার করে কারাগারে আটক রাখা হয়েছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৬ জনকে। তাঁরা হলেন— সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, দীপু মনি, আব্দুর রাজ্জাক, শাজাহান খান, গোলাম দস্তগীর গাজী, আমির হোসেন আমু, কামরুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী ও সালমান এফ রহমান, সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও জুনায়েদ আহমেদ পলক, আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীর আলম।

 

তদন্তে যথেষ্ট সময় দেওয়া উচিত : চিফ প্রসিকিউটর

প্রসিকিউশন আগামী ২০ এপ্রিল তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারবেন কি না, জানতে চাইলে গত মঙ্গলবার চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ‘আমরা আশা করতে পারি। কিন্তু আনুষ্ঠানিক কোনো তারিখ বা সময়সীমা দিচ্ছি না। কারণ আমরা বারবার যেটা বলার চেষ্টা করছি, মানুষের প্রত্যাশা আছে দ্রুত বিচার হওয়ার। কিন্তু এই মামলার তদন্তের যে বিস্তৃতি, এই তদন্তের যে মান, তা পাঁচ-ছয় মাসে শেষ হওয়ার বিষয় নয়। আমরা জাতির কাছে একটা বার্তা দিতে চাই। আপনারা যদি তাড়াহুড়া করেন, তাহলে এই বিচারপ্রক্রিয়া সঠিকভাবে এগোনো সম্ভব না।’

এর কারণ ব্যাখ্যা করে তাজুল ইসলাম বলেন, ‘এই তদন্ত এতটাই বিস্তৃত এবং এত বেশি বড়, এত বেশি কমপ্লেক্স (জটিল) তদন্ত যে এর জন্য যথেষ্ট সময় দেওয়া উচিত। কারণ আমরা চাই না তদন্তের কোনো ফাঁকফোকর গলিয়ে তাঁরা (আসামিরা) বের হয়ে যান। তাঁরা যে অপরাধ করেছেন, তার সঠিক বিচার এবং আন্তর্জাতিকমানের বিচার হোক। সঠিক বিচার হয়নি বা যেনতেন বিচার করে সাজা দেওয়া হয়েছে, এমনটা বলে বিশ্ব যাতে আমাদের সমালোচনা করতে না পারে। এ কারণে যতটুকু সময় দরকার এটা যেন এলাও (অনুমতি) করা হয়।’

চলতি মাসে কোনো তদন্ত প্রতিবেদন পাওয়ার সম্ভাবনা আছে কি না, জানতে চাইলে চিফ প্রসিকিউটর কালের কণ্ঠকে বলেন, ‘আমরা দিন-রাত কাজ করছি। এপ্রিলে বেশ কয়েকটি মামলার তদন্ত প্রতিবেদন পাওয়ার সম্ভাবনা আছে। অন্তত একটি মামলার প্রতিবেদন এপ্রিলের মধ্যে আশা করছি। তবে যে গতিতে এগোচ্ছে (তদন্তকাজ), এটা চূড়ান্ত কথা না।’

 

শেখ হাসিনাকে ফিরিয়ে আনা বা গ্রেপ্তারে অগ্রগতি নেই

গত বছর ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। জাতীয়-আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী এখনো তিনি ভারতেই আছেন। তাঁকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার কথা একাধিকবার বলেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল ও ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এ বিষয়ের অগ্রগতি জানতে চাইলে চিফ প্রসিকিউটর কালের কণ্ঠকে বলেন, ‘এখন পর্যন্ত আর কোনো অগ্রগতি নেই। ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করা হয়েছে। কিন্তু ভারত এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো জবাব দেয়নি।’

শেখ হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের দিক থেকে আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়ছে। ইন্টারপোলের সঙ্গে পুলিশ সদর দপ্তরের একাধিকবার মিটিং হয়েছে। কিন্তু তাদের ওয়েবসাইটে এখন পর্যন্ত রেড নোটিশ দেখতে পাচ্ছি না। তারা বলছে, তারা পরীক্ষা-নিরীক্ষা করে দেখছে। রাষ্ট্রের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ডকুমেন্ট দেওয়া হয়েছে।’

ছাত্র-জনতার গণ-আন্দোলনে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তারে ‘রেড অ্যালার্ট’ জারি করতে গত বছর ১৩ নভেম্বর আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলে অনুরোধ পাঠায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়।

 

১৯ মামলায় ১২৮ জনের বিষয়ে তদন্ত চলছে, গ্রেপ্তার ৪৭

ছাত্র-জনতার গণ-আন্দোলনে গত বছর ৫ আগস্ট পতন ঘটে শেখ হাসিনা সরকারের। উদ্ভূত পরিস্থিতিতে নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে ৮ আগস্ট গঠন করা হয় অন্তর্বর্তী সরকার। এই সরকারে আইন উপদেষ্টার দায়িত্ব নিয়ে আসিফ নজরুল ঘোষণা দেন, ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা হবে। সে ঘোষণা অনুযায়ী প্রথমে ট্রাইব্যুনালের প্রসিকিউশন, তদন্ত সংস্থা পুনর্গঠনের পর গত বছর ১৪ অক্টোবর রাতে ট্রাইব্যুনাল পুনর্গঠনের প্রজ্ঞাপন জারি করার পর ১৭ অক্টোবর প্রথম বিচারকাজে বসেন পুনর্গঠিত ট্রাইব্যুনাল। বিচারিক কাজের প্রথম দিনই শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম কালের কণ্ঠকে বলেন, ‘গুম, খুন, হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে প্রসিকিউশনে এ পর্যন্ত ৩০০ অভিযোগ জমা পড়েছে। তার মধ্যে ১৯টি মামলা হয়েছে। অর্থাত্ ১৯টি মামলার তদন্ত চলছে। এই ১৯টি মামলায় ১২৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। তাঁদের মধ্যে ৪৭ জনকে গ্রেপ্তার করে আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়েছে।’

এসব মামলার মধ্যে ঢাকার আশুলিয়ায় গুলি করে হত্যার পর লাশ পোড়ানোর অভিযোগের মামলা, রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা, রাজধানীর চানখাঁরপুলে দশম শ্রেণির ছাত্র আনাসসহ পাঁচজনকে হত্যা, যাত্রাবাড়ীর কাজলা টোলপ্লাজা এলাকায় শিক্ষার্থী ইমাম হাসান তামিম ভূঁইয়া হত্যা, উত্তরার আজমপুরে মীর মাহফুজুর রহমান মুগ্ধ হত্যা এবং রামপুরায় নির্মীয়মাণ ভবনের রড ধরে ঝুলে থাকা অবস্থায় ১৮ বছর বয়সী তরুণ আমির হোসেনকে গুলি করে হত্যার ঘটনায় হওয়া মামলার তদন্ত অগ্রাধিকার ভিত্তিতে হচ্ছে বলে জানান প্রসিকিউটর তামিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বস্তুনিষ্ঠ সংবাদের মূখপত্র।। NBB

Acting Editor: Neamul Hassan Neaz

Mofussal Editor: Kamrul Hasan Rony

Office: +8809611584881, 01320950171

E-mail: newsnbb365@gmail.com

Translate »