ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারত পালিয়ে যান শেখ হাসিনা। পদত্যাগের খবরটি বাংলাদেশসহ পুরো বিশ্বে প্রচার হলেও অজানা কারণে এর প্রমাণ হিসেবে পদত্যাগপত্রটি জনসম্মুখে প্রকাশ করা হয়নি এতোদিন।
এরই জের ধরে, শেখ হাসিনাসহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা ফাঁস হওয়া ফোনালাপে পদত্যাগের বিষয়টি বারবার অস্বীকার করে যাচ্ছিলেন। যার ফলে জনমনে এক অস্বস্তি কাজ করছিলো।
কিন্তু সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ পেয়েছে শেখ হাসিনার নিজে স্বাক্ষর করা পদত্যাগপত্রটি-