গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন। “গ্লোবাল স্ট্রাইক ফর গাজা” কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে তারা এ কর্মসূচি পালন করেন।
আজ (৭ এপ্রিল) সকাল ১১:৩০ মিনিটে কলেজ ক্যাম্পাস থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি লক্ষীবাজার, কবি নজরুল সরকারি কলেজ ও রায়সাহেব বাজার হয়ে আবার কলেজ ক্যাম্পাসে ফিরে আসে, যেখানে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।
মিছিল ও সমাবেশে শিক্ষার্থীরা ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ করেন। সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী মো. হৃদয় হোসেন বলেন, ফিলিস্তিনে চলমান গণহত্যা নিছক একটি যুদ্ধ নয়, এটি মানবতার বিরুদ্ধে নির্মম অপরাধ। আজ আমরা ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’র’ সাথে সংহতি জানিয়ে ক্লাস-পরীক্ষা বর্জন করেছি এবং প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছি। কারণ নিরীহ মানুষের রক্তের উপর নিরব থাকা মানেই অপরাধে অংশ নেওয়া। আমরা এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার, আমরা শিক্ষার্থীরা মানবতার পক্ষে। ”
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, “ইসরায়েল গাজায় নির্বিচারে গুলি চালাচ্ছে, যা মানবাধিকার লঙ্ঘন। পশ্চিমা বিশ্ব একদিকে মানবতার কথা বলে, তবে ফিলিস্তিনে এই নৃশংসতার বিরুদ্ধে তাদের কোনো পদক্ষেপ নেই।” শিক্ষার্থীরা ইসরায়েলি হামলা বন্ধের জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।