• শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম

গাজায় গণহত্যার প্রতিবাদে রাজধানীতে হেযবুত তওহীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার :
Update : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

‘ঐক্যবদ্ধ জাতিগঠনই এই দুর্গতির সমাধান’ ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদ। ‘ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করো, করতে হবে’ -এই স্লোগানে আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়।

হেযবুত তওহীদের ঢাকা মহানগরীর উদ্যোগে মানববন্ধনে নেতৃত্ব দেন ঢাকা বিভাগীয় আমির ডা. মাহবুব আলম মাহফুজ। বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির নারী বিষয়ক সম্পাদক রুফায়দাহ পন্নী।

রুফায়দাহ পন্নী তার বক্তব্যে বলেন, ৭৫ বছরের হত্যাযজ্ঞের পরে এবার ইসরায়েল চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে যে, গাজায় একজন মুসলমানকেও থাকতে দেওয়া হবে না। এ হৃদয়বিদারক, ন্যাক্কারজনক এবং পৈশাচিক ঘটনার সাক্ষী সমগ্র বিশ্ব। এমন একটি পরিস্থিতিতেও গোটা মুসলিম বিশ্বের সরকারগুলো, বিশ্ব মানবাধিকার সংস্থা, জাতিসংঘ, ওআইসি, আরব লীগ ইত্যাদি প্রতিষ্ঠানগুলো নীরব। প্রতিবেশী আরব রাষ্ট্রগুলোও যেন চোখে ঠুলি পরে আছে।

তিনি বলেন, মুসলিম জাতি ছিল এক ঐক্যবদ্ধ জাতি। যখনই আমরা ক্ষমতার দ্বন্দ্বে বিভক্ত হলাম ফেরকা-মাজহাবে খণ্ড-বিখণ্ড হয়ে দুর্বল হলাম তখনই আমাদের উপরে দুর্গতি নেমে এলো। Ñ মন্তব্য করেন হেযবুত তওহীদের এই নারী নেত্রী।

মুসলিম বিশ্বের প্রতি ঐক্যের ডাক দিয়ে তিনি বলেন, গাজার গণহত্যাসহ বিশ্বের সকল মুসলমানদের এই দুর্গতি থেকে রক্ষা করতে এক নেতার নেতৃত্বে আল্লাহর তওহীদের ভিত্তিতে ঐক্যবদ্ধ জাতি গঠন করতে হবে। সবশেষে ফিলিস্তিনে ইসরায়েলিদের বর্বব গণহত্যা বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

এসময় আরো বক্তব্য দেন, হেযবুত তওহীদের তথ্য সম্পাদক এসএম সামসুল হুদা, মোখলেছুর রহমান সুমন, বিভাগীয় নারী নেত্রী তাসলিমা ইসলাম, কেন্দ্রীয় যুগ্ম নারী বিষয়ক সম্পাদক আয়েশা সিদ্দিকা, নারায়ণগঞ্জ অঞ্চলের আমির আরিফ উদ্দিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা বিভাগীয় সহ-সভাপতি আল আমিন সবুজ।

মানববন্ধনে উপস্থিত নারী ও পুরুষদের হাতে বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড শোভা পায়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এসময় ‘ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করো – করতে হবে’, ‘ফিলিস্তিনে হামলা কেন – জাতিসংঘ জবাব চাই’ ইত্যাদি স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে রাজপথ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বস্তুনিষ্ঠ সংবাদের মূখপত্র।। NBB

Acting Editor: Neamul Hassan Neaz

Mofussal Editor: Kamrul Hasan Rony

Office: +8809611584881, 01320950171

E-mail: newsnbb365@gmail.com

Translate »