ছিলেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কর্মী এখন কলেজ ছাত্রদলের দাপুটে নেতা। সরকারি তিতুমীর কলেজের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রিফাত সরকার—বর্তমানে রয়েছেন তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে। জানা গেছে, তিনি একসময় ছাত্রলীগ কর্মী ছিলেন। এর আগে ছাত্রদলের রাজনীতিতে দেখা না গেলেও জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে রিফাত ছাত্রদলেন একজন সক্রিয় সদস্য হয়ে ওঠেন। বর্তমানে তিনি তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নোবেল ইসলাম সূর্যের অনুসারী।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তিতুমীর কলেজে ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে শোডাউনের ছবি, ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা ব্যানার, সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামের নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার এইসব ছবিসহ রিফাত সরকারের বিভিন্ন ফেসবুক পোস্ট ভাইরাল হয়।
খোঁজ নিয়ে জানা যায়, তিতুমীর কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম সানীর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ৫ আগস্টের পূর্বে তিতুমীর কলেজ ছাত্রদলের সাংগঠনিক রাজনীতিতে তাকে প্রকাশ্যে দেখা যায়নি। তবে গত ৫ আগস্টের পর ছাত্রদলের এক প্রভাবশালী নেতার মাধ্যমে তিনি তিতুমীর কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য হন।
বিষয়টি নিয়ে জানতে চাইলে ছাত্রলীগের সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করে রিফাত সরকার এনবিবিকে বলেন, আমি প্রথম বর্ষে হলে থাকলেও পরে সেখান থেকে বের হয়ে যাই। সাবেক মেয়র আতিকুল ইসলামের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, আমি এক বন্ধুর অনুরোধে সেখানে গিয়েছিলাম।
ছাত্রলীগ নেতা রেজাউল করিম সানী ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে ছবি তোলার বিষয়ে তিনি বলেন, আমি এতদিন ক্যাম্পাসে চলাফেরা করেছি, বন্ধুবান্ধব ছিল, বড় ভাইয়েরাও ছিল। আমি তাদের সঙ্গে ছবি তুলেছি, এতে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এছাড়াও ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানানোর ব্যানারকে তিনি ‘এডিট’ করা বলে দাবি করেন।
এ বিষয়ে তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নোবেল ইসলাম সূর্য বলেন, রিফাত প্রথম বর্ষে থাকা অবস্থায় বন্ধুত্বের কারণে তার ছাত্রলীগের কিছু নেতাকর্মীর সঙ্গে ছবি থাকতে পারে; কিন্তু সে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত নয়। তিনি আরও বলেন, কিছু কুচক্রী মহল আছে, যারা ষড়যন্ত্র করছে যেন রিফাত রাজনীতি করতে না পারে।
তিতুমীর কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইমাম হোসাইন বলেন, আমরা তিতুমীর কলেজে ছাত্রলীগের রাজনীতির সাথে সংশ্লিষ্ট ছিলো এমন কাউকে পদ দেইনি। অভিযোগ সত্য হয়ে থাকলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।