সরকারি খাস সম্পত্তির উপর নির্মিত একটি রাস্তা স্থানীয় জনগণের চলাচলের একমাত্র ভরসা। নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের ০৫নং ওয়ার্ডের নয়নখাল বৈদ্যপাড়া গ্রামের, মৃত তছির উদ্দিন এর ছেলে মোঃ সাহাবুল ইসলাম (৪৫), নামক ব্যক্তি সরকারি খাস সম্পত্তির উপর নির্মিত রাস্তায় বেআইনিভাবে খুঁটি পুঁতে বাঁশের বেড়া তৈরি করে এবং বাঁশ লাগিয়ে রাস্তা দিয়ে চলাচলে বাধা সৃষ্টি করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে, এর ফলে এলাকাবাসী বারবার সমস্যায় পড়ছে।
স্থানীয় বাসিন্দাদের মতে, এই রাস্তা দিয়ে দীর্ঘদিন ধরে আশেপাশের শতাধিক পরিবারের মানুষ চলাচল করতেন। এটি স্কুল কলেজ, বাজার এবং স্বাস্থ্যসেবার মত গুরুত্বপূর্ণ স্থানে যাওয়ার জন্য একমাত্র যোগাযোগের পথ। তবে মোঃ সাহাবুল ইসলাম নিজের স্বার্থে রাস্তার একটি অংশ দখল করে সেখানে বিভিন্ন সময় বেড়া দিয়েও এতে সাধারণ মানুষের ভোগান্তিতে পড়ছে। সরকারি খাস সম্পত্তি জনসাধারণের জন্য উন্মুক্ত থাকার কথা থাকলেও তার এমন কার্যকলাপে এলাকাবাসীর স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।
মঙ্গলবার (২০মে) ২০২৫ খ্রিস্টাব্দে এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মোঃ জাহিদুল ইসলাম অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে সাহাবুল তার প্রভাব খাটিয়ে এ ধরনের অন্যায় কর্মকাণ্ড চালিয়ে আসছে। আমাদেরকে বিভিন্নভাবে ভয় ভীতি হুমকি প্রদর্শন করেন এবং ফলে আমরা স্থানীয় বাসিন্দারা প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন বলে জানায়।
এলাকাবাসীর দাবি, এই বেআইনি কার্যক্রম বন্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হোক। একইসঙ্গে, সরকারি সম্পত্তি সুরক্ষায় পদক্ষেপ নেয়া এবং এলাকাবাসীর জন্য রাস্তা কোন সময় বন্ধ না করা হয় এজন্য এলাকাবাসী জোর দাবি জানাই।
এ বিষয়ে সাহাবুলের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। উক্ত ঘটনার বিষয়ে এলাকাবাসীর গণস্বাক্ষর সচেতন গৃহৎ জনগোষ্ঠী, উপজেলা নির্বাহী অফিসার, কিশোরগঞ্জ, নীলফামারী, ও জেলা প্রশাসক, নীলফামারী বরাবর একটি করে লিখিত অভিযোগ দায়ের করেন গত ২৬/১/২০২৫ ইং তারিখে।
উক্ত ঘটনার বিষয়ে কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী হক বলেন, ইউনিয়ন ভূমি উপ সহকারী কর্মকর্তা বাহাগিলীকে তদন্ত দেওয়া হয়েছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।