গাজীপুরের চৌরাস্তা টাঙ্গাইল রোডে রয়েল স্টার ভবনের ৭ম তলায় জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হলো মোহাম্মদ আলী টেকনিক্যাল এন্ড ট্রেনিং ইনস্টিটিউট এর শুভ উদ্বোধন অনুষ্ঠান।
এসময় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির কর্ণধর প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নিতু চৌধুরী। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এবং মোহাম্মদ আলী টেকনিক্যাল এন্ড ট্রেনিং ইনস্টিটিউট এর ভাইস চেয়ারম্যান এম কাজল খান।
আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক লতিফা তালুকদার আখি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর চৌরাস্তা বনিক সমিতির সভাপতি মোঃ বাচ্চু সরকার। উপস্থিত ছিলেন সাপ্তাহিক ভাওয়াল পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ মনিরুজ্জামান মনির।
আরও উপস্থিত ছিলেন গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি হারিছুর রহমান শিপলু ও মোঃ মাসুদ করিম। সাহিত্য ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ আজিজুর রহমান শান্ত। মহিলা বিষয়ক সম্পাদক সুলতানা সরকার, সমাজকল্যাণ সম্পাদক মোসাঃ মুক্তা রিনা বেগম। কার্যনির্বাহী সদস্য মোঃ কামরুল হাসান রনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি মেডিকেল কলেজ হাসপাতালের জেনারেল ম্যানেজার এবং গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি ডাঃ মোঃ আঃ হামিদ।
এসময় ডাঃ মোঃ আঃ হামিদ বলেন, বর্তমান শিক্ষা ব্যবস্থায় কারিগরী শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ, এখানে শিক্ষার্থীরা ট্রেনিং নিয়ে পাঠদান শেষে দেশ ও জাতির সেবায় নিজেদের নিয়োজিত রাখবে।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে মোহাম্মদ আলী টেকনিক্যাল এন্ড ট্রেনিং ইনস্টিটিউটের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে দোয়া ও তোবারক বিতরণ করে অনুষ্ঠানটির সমাপ্তি করা হয়।